East Bengal: জোড়া স্প্যানিশ ফুটবলার জেভিয়ার সিভিরিও-সল ক্রেসপোকে দলে নিয়ে চমক দিল লাল হলুদ

East Bengal: জোড়া স্প্যানিশ ফুটবলার জেভিয়ার সিভিরিও-সল ক্রেসপোকে দলে নিয়ে চমক দিল লাল হলুদ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মোহনবাগান সুপার জায়ান্টের ((Mohun Bagan Super Giant)) মতো এবার শক্তিশালী দলগঠনের উপর জোর দিচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। শনিবার অর্থাৎ ১৭ জুন, আইএসএল (ISL) খেলা দুই স্প্যানিশ ফুটবলার ফুটবলার জেভিয়ার সিভিরিও (Javier Siverio) এবং সল ক্রেসপোকে (Saul Crespo) দলে নিল লাল-হলুদ। প্রথমে নন্দকুমার (Nandha Kumar Sekar), তারপর বোরহা হেরেরা ( Borja Herrera), নিশু কুমারের (Nishu Kumar) পর এবার জেভিয়ার সিভিরিও (Javier Siverio) এবং সল ক্রেসপোর (Saul Crespo) নাম ঘোষণা করা হল। সিভিরিও হায়দারাবাদ এফসিতে স্ট্রাইকার হিসেবে খেলেছেন। অন্যদিকে ক্রেসপো ছিলেন ওড়িশায় মিডফিল্ডার হিসেবে। বেশ বোঝা যাচ্ছে দলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat) ভারতে পা না রাখলেও, তাঁর নির্দেশেই নতুন ভাবে দলগঠনের কাজ চলছে।

সিভেরিও ভারতীয় ফুটবলে প্রথম বছর হায়দারাবাদকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা পালন করেছিলেন। বয়স কম হলেও এই তরুণ স্প্যানিশ স্ট্রাইকার বেশ বুদ্ধিমান। সঠিক জায়গায় থাকতে জানেন। মাথাটাও ঠান্ডা। গত বছর সব প্রতিযোগিতা মিলিয়ে নটা গোল করেছিলেন। মোট ৪৫ টি আইএসএল ম্যাচ খেলে ১২টি গোল করেছেন।

আর অন্যদিকে ওড়িশাকে সুপার কাপ চ্যাম্পিয়ন করার পেছনে ভূমিকা ছিল ক্রেসপোর। তিনি মাঝখানে অনেকটা জায়গা জুড়ে খেলতে পারেন। ডিফেন্স এবং আক্রমণের মাঝে যোগসূত্র তৈরি করতে পারেন। আবার প্রয়োজনে উঠে গিয়ে গোলে শট নিতে দেখা যায়। ক্রেসপো জানিয়েছেন ইস্টবেঙ্গল তাকে নিতে চায় এটা যখন শুনেছিলেন তখন থেকেই তিনি তৈরি ছিলেন কলকাতায় খেলার ব্যাপারে। কলকাতা ডার্বি দেখেছেন। দেখেছেন কত মানুষ লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে মাঠে আসেন।

আইএসএলের কথা মাথায় রেখে দল গোছাতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। আগামী মরসুমের প্রথম ফুটবলার হিসেবে দিন দুয়েক আগে লাল-হলুদ তুলে নিয়েছিল ওড়িশা এফসি-র উইঙ্গার নন্দকুমার সেকরেকে (Nandha Kumar Sekar)। আন্তঃমহাদেশীয় কাপে জাতীয় দলে থাকা ফুটবলারকে নিয়ে সমর্থকদের মন কেড়ে নিয়েছিল ইস্টবেঙ্গল। এরপর ফের চমক দিয়েছিল লাল-হলুদ। দ্বিতীয় ফুটবলার হিসেবে এলেন স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা। দু’দিন আগে নিশু কুমারকে দলে নিয়েছিল। এবার দুই স্প্যানিশ জেভিয়ার সিভিরিও এবং সল ক্রেসপো লাল-হলুদ জার্সি গায়ে চাপানোর অপেক্ষায় রয়েছেন।

(Feed Source: zeenews.com)