প্যারিসে ব্যর্থ টেবিল টেনিস দল! ‘এটাই শেষ অলিম্পিক্স ছিল’, ঘোষণা শরথ কমলের
প্যারিস অলিম্পিক্সে ভারতীয় টেবিল টেনিস দলের পারফরমেন্স মোটেই ভালো ছিল না। মহিলাদের বিভাগে যাও বা শ্রীজা আকুলা, মনিকা বাত্রাসহ কয়েকজন লড়াই দিয়েছিলেন, সেই তুলনায় পুরুষ দলের পারফরমেন্স ছিল একদমই খারাপ। পদক আনা তো দুরের কথা, সেমিফাইনাল পর্যন্তও এগোতে পারেনি ভারতীয় দল, সেটা ব্যক্তিগত এবং দলগত দুই বিভাগেই। এই আবহেই প্যারিস অলিম্পিক্স শেষ হয়েছে। এই ইভেন্টে অবশ্য ভারত কখনই তেমন সাফল্য পায়নি অলিম্পিক্সের ইতিহাসে। এবারে ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় শরথ কমল প্যারিস অলিম্পিক্সের ওপেনিং সেরিমনিতে অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবহনের…



