সামনেই ‘যুদ্ধ’! দানা নয়, মোরগদের তাই খাওয়ানো হচ্ছে ভায়াগ্রা ও শিলাজিৎ
দেশে পুরোদমে চলছে মকর সংক্রান্তির প্রস্তুতি। অন্ধ্রপ্রদেশও এর ব্যাতিক্রম নয়। সেখানেও এর প্রস্তুতি দ্রুত গতিতে চলছে। এই উপলক্ষে প্রতি বছর অন্ধ্র বিভিন্ন গ্রামে মোরগ লড়াই হয়। এই সময়ে সব মোরাগ-মালিকই চান, তাঁর পোষ্য দারুণ অবস্থায় থাকুক। কিন্তু এই চাহিদা এমন জায়গায় পৌঁছে গিয়েছে, যার কারণে মারাত্মক ভাবে সমস্যায় পড়ছে এই প্রাণীটি। ‘যুদ্ধ’ জয়ের চেষ্টায় অনেকেই মিজের মোরগকে ভায়াগ্রা এবং অন্যান্য স্টেরয়েডযুক্ত খাবার খাওয়াতে মরিয়া হয়েছেন। তাঁদের বিশ্বাস, এতে মোরগের লড়াইয়ের ক্ষমতা বাড়ে। মোরগ লড়াই অন্ধ্রপ্রদেশের গ্রামাঞ্চলে সংক্রান্তি উদযাপনের একটি…