জুতো পড়ে হাঁটলেই হবে মোবাইল চার্জ,অদ্ভূত স্মার্ট সু তৈরি করল নবম শ্রেণির পড়ুয়া
হুগলি: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জুতো আবিষ্কার আমরা অনেকেই পড়েছি। অনেক নাটকও মঞ্চস্থ হয়েছে এই জুতো আবিষ্কার নিয়ে। এবার চন্দননগরের ক্ষুদে পড়ুয়ার যে জুতো আবিষ্কার করল তা বিজ্ঞানের পাতায় লিখে রাখার মত। হুগলি চন্দননগরের বারাসাত দেপারার নবম শ্রেণীর ছাত্র সৌভিক শেঠ। এমনই এক জুতোর আবিষ্কার করেছেন যা পড়ে হাঁটলেই তার থেকে উৎপন্ন হবে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ দিয়েই মোবাইলে চার্জ, জিপিএস ট্রাকিং থেকে ক্যামেরা সবকিছুই চার্জ দেওয়া যাবে। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় তার মামার কাছে ইলেকট্রনিক্সের কাজ দেখতো সৌভিক। সেখান থেকে…