৬১-তে বিয়ের পিঁড়িতে দিলীপ, ‘ভাতেরও ডাল জুটেছে’, কটাক্ষ বৈশাখীর, কী বললেন শোভন?
রিঙ্কু মজুমদার বৈশাখের সন্ধ্যায় দিলীপ ঘোষের জীবনে এনেছেন অকাল বসন্ত। ৬১-তে সাতপাকে বাঁধা পড়েছেন বিজেপি নেতা। এখন তাঁর এই বিয়েই চর্চার কেন্দ্রে। বিনোদন জগত থেকে রাজনৈতিক মহল সবাই দিলীপের বিয়ে নিয়ে নানা কথা ভাগ করে নিচ্ছেন। বাদ জাননি বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও শোভন চট্টপাধ্যায়ও। ২০২২ সালে প্রাক্তন স্বামী মনোজিতের থেকে ডিভোর্স নিয়েছিলেন বৈশাখী। বর্তমানে শোভনের নামেই সিঁদুর দিয়ে সিঁথি রাঙান বৈশাখী। হাতে শাখা-পলা সহ সধবা নারীর সবরকম চিহ্ন তাঁর শরীরে বর্তমান। শোভনের গোলপার্কের বহুতলেই একসঙ্গে রয়েছেন তাঁরা বেশকিছু বছর ধরে।…







