বেতন আটকে রাখার অভিযোগের মাঝেই ৭০% কর্মীরে ১০০% ভ্যারিয়েবল পে দেবে TCS
চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার ৭০ শতাংশ কর্মীকেই ১০০ শতাংশ ভ্যারিয়েবল পে দিতে চলেছে টিসিএস। বাকি ৩০ শতাংশ কর্মীকে তাঁদের কাজের ওপর ভিত্তি করে ভ্যারিয়েবল পে প্রদান করা হবে বলে জানিয়েছে মানিকন্ট্রোলের রিপোর্ট। টিসিএস-এর মুখ্য মানবসম্পদ আধিকারিককে উদ্ধৃত করে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে। জানা গিয়েছে, মূলত জুনিয়র এবং মিড-লেভেল আধিকারিকদের পুরো ভ্যারিয়েবল পে দেওয়া হবে। এর আগে চলতি অর্থবর্ষের প্রথম এবং দ্বিতীয় অর্থবর্ষেও সর্বোচ্চ ১০০ শতাংশ করে ভ্যারিয়েবল পে দিয়েছিল টিসিএস। এদিকে টাটা কনসাল্টেন্সি সার্ভিসের বিরুদ্ধে শ’য়ে শ’য়ে…