অঙ্কুশ-ঐন্দ্রিলার ‘বিয়ে’র আসরে ‘নিতবর’ প্রসেনজিৎ-পুত্র! জমে গেল ‘লাভ ম্যারেজ’
নতুন বাংলা বছর শুরুর ঠিক আগের দিন মুক্তি পেয়েছে তিনটি বাংলা ছবি। যার অন্যতম অঙ্কুশ-ঐন্দ্রিলার ‘লাভ ম্যারেজ’। দক্ষিণ কলকাতার এক ঐতিহ্যবাহী সিঙ্গল স্ক্রিনে শুক্রবার রাতে বসেছিল ছবির স্পেশ্যাল স্ক্রিনিং। আর সেই আসরেই বিশেষ চমক প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ। ‘লাভ ম্যারেজ’-এর সঙ্গে একইদিনে মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘শেষ পাতা’। সেই ছবিরও বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল এদিন। তবে বাবার ছবির স্ক্রিনিংয়ে নয়, ঘনিষ্ঠ দুই মানুষ অঙ্কুশ-ঐন্দ্রিলার খুশিতে শামিল ঝিনুক। টুকটুকে লাল পাঞ্জাবিতে এদিন দেখা মিলল ঐন্দ্রিলার ‘নিতবর’-এর। হ্যাঁ, ইনস্টাগ্রাম লাইভে সকলের…