আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বিয়ের পিঁড়িতে রুতুরাজ, পাত্রীও ২২ গজের তারকা
মুম্বই: আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সিতে। এবার মাঠের বাইরে নতুন ইনিংস শুরু রুতুরাজ গায়কোয়াডের (Ruturaj Gaikwad)। সাত পাকে বাঁধা পড়লেন সিএসকের এই তরুণ ব্যাটার। পাত্রীও ক্রিকেটার। ২ জনেই রাজ্য দল মহারাষ্ট্রের হয়ে খেলেন। পাত্রীর নাম উৎকর্ষা পাওয়ার। সিএসকে খেতাব জয়ের পর মাঠে উৎকর্ষার সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছিল রুতুরাজকে। তখনই জল্পনা শুরু হয়ে যায় যে তবে কি খুব তাড়াতাড়িই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রুতুরাজ? অবশেষে সেটাই সত্যি হল। শনিবার মহাবালেশ্বরে সাতপাকে বাঁধা পড়েন দুজনে।…