Debolinaa Nandy: ‘ওঁকে মারত, অকথ্য গালাগালি দিত, আলাদা করেও…’, মেয়ের যন্ত্রণা নিয়ে এবারে মুখ খুললেন দেবলীনার মা, জানালেন ভয়ঙ্কর সত্য
Debolinaa Nandy: “মেয়ে একদিন ফোন না করলে, মেসেজ না করলে মনে হত, মেয়েকে মেরে ফেলল নাকি! ভয়েস নোট পাঠাতাম, ঠিক আছে কিনা। তারপরেও কোনওদিন মেয়েকে বলিনি আমার কাছে এসে থাক। ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের জন্যে শনিবার আত্মহত্যার চেষ্টা করেন গায়িকা দেবলীনা নন্দী। বর্তমানে PG হাসপাতালের উডবান ওয়ার্ডে ভর্তি তিনি। হাসপাতাল সূত্রের খবর, শারীরিক অবস্থা স্থিতিশীল কিন্তু মানসিকভাবে এখনও ট্রমায় রয়েছেন দেবলীনা। ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা চলছে। এবার মুখ খুললেন দেবলীনার মা। মা রেণুকা নন্দীর অভিযোগ, ‘মেয়ের উপর দেবলীনার স্বামী প্রবাহ…

