বাবা ভাঙ্গা, নস্ত্রাদামুস ভবিষ্যদ্বাণী করেছিলেন, পশ্চিম এশিয়ায় কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা?
নয়াদিল্লি: আশঙ্কা সত্যি করে যুদ্ধ ঘনিয়ে আসছে পশ্চিম এশিয়ায়। একদিন আগেই ইজরায়েলকে লক্ষ্য করে ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সেই নিয়ে চাপানউতরের মধ্যে এখনও গাজা এবং লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। আর তাতেই তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে প্রশ্ন জোরাল হচ্ছে। আর এ প্রসঙ্গে উঠে আসছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর কথা। আবার একই মর্মে ভবিষ্যদ্বাণী রয়েছে নস্ত্রাদামুসেরও। (Baba Vanga Predictions) ভাঞ্জেলিয়া পন্দেভা গুশতেরোভা বাবা ভাঙ্গা নামে পরিচিত। দৃষ্টিহীন বাবা ভাঙ্গা ১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে মারা যান তিনি। ১২ বছর বয়সে দৃষ্টিশক্তি চলে…