Google Chrome: গুগল ক্রোম ব্যবহার করেন? যে কোনও সময় হ্যাক হতে পারে! এখনই সাবধান হন, সতর্কতা জারি করল CERT-In
Google Chrome: CERT-In-এর প্রতিবেদনে বলা হয়েছে, “গুগল ক্রোমে বেশ কিছু ফাঁকফোকর রয়েছে। সেখান থেকেই নিরাপত্তায় সমস্যা তৈরি হতে পারে। মূলত এক্সটেনশনের অনুপযুক্ত বাস্তবায়ন এবং V8-এর টাইপ কনফিউশনের কারণেই এই সমস্যা। Android-এর ক্ষেত্রে নিম্নলিখিত ভার্সনগুলিতে: ১. Android 12 ২. Android 12L ৩. Android 13 ৪. Android 14 ৫. Android 15 গুগল ক্রোমের ফাঁড়া যেন কাটছেই না। ইউজাররা পড়েছেন বিপদে। নিরাপত্তায় গলদ নিয়ে আগেও সতর্কবার্তা জারি হয়েছিল। এবার ফের আরেকবার। ভারতীয় কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিমের তরফে সর্বশেষ সতর্কবার্তাটি এসেছে ২৮ অক্টোবর।…