Space news: নাসা-এর মিশনেই গোলমাল, পরীক্ষা করতে গিয়েই মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব ধ্বংস? জার্মান বিজ্ঞানীর দাবিতে শোরগোল
Space news: সত্তরের দশকে লাল গ্রহে নিরাপদে অবতরণ করেছিল মার্কিন মহাকাশ যান ভাইকিং ল্যান্ডার। প্রাণের খোঁজ হয়। কিন্তু আকাঙ্ক্ষিত ফল মেলেনি।মঙ্গল নিয়ে বিস্ফোরণ ওয়াশিংটন: মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপনের চেষ্টা চলছে। উঠে পড়ে লেগেছে নাসা। বেশ কয়েকটি বেসরকারি মহাকাশ সংস্থাও হাত মিলিয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মঙ্গলে কী আদৌ প্রাণের অস্তিত্ব রয়েছে? একাধিক মিশনেও কিন্তু এর কোনও প্রমাণ মেলেনি। সত্তরের দশকে লাল গ্রহে নিরাপদে অবতরণ করেছিল মার্কিন মহাকাশ যান ভাইকিং ল্যান্ডার। প্রাণের খোঁজ হয়। কিন্তু আকাঙ্ক্ষিত ফল মেলেনি। গবেষকরা…