দু’সপ্তাহ ধরে বাঘবন্দি খেলা, ফাঁকি দেওয়ার চেষ্টা করেও হল না লাভ, আটলান্টিকে ‘রুশ জাহাজ’ বাজেয়াপ
নয়াদিল্লি: উত্তর আটলান্টিক মহাসাগরে রুদ্ধশ্বাস অভিযান। রাশিয়ার পতাকা লাগানো তেলের ট্যাঙ্কার তাড়া করে, সেটিকে বাজেয়াপ্ত করল আমেরিকা।গত দু’সপ্তাহ ধরেই জাহাজটিকে অনুসরণ করছিল আমেরিকা। কিন্তু বার বার হাত ফস্কে বেরিয়ে যাচ্ছিল। আমেরিকার নজর এড়াতে যদিও চেষ্টায় কোনও খামতি রাখেনি জাহাজটি। নাম পরিবর্তন, পতাকা পরিবর্তন, সব চেষ্টাই হয়। কিন্তু বুধবার শেষ পর্যন্ত জাহাজটি বাজেয়াপ্ত করে আমেরিকা। (US-Russia Conflict) বুধবার আটলান্টিক মহাসাগরের উত্তরে, উত্তর সাগরে ‘মারিনেরা’ (Marinera) নামের জাহাজটিকে বাজেয়াপ্ত করে আমেরিকা। তাড়া করে গিয়ে সেটির দখল নেয় তারা। জানা গিয়েছে, ভেনিজুয়েলা…



)




