‘নেশাগ্রস্ত ছিলেন জুবিন, কিন্তু কেন অত পরিমাণে মদ খাওয়ানো হয়েছিল তাঁকে?’ প্রশ্ন অসম SIT- র
Zubeen Garg : সম্প্রতি জুবন গর্গের মৃত্যু সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছে সিঙ্গাপুর পুলিশ। এবার একই ধরনের তথ্য পেশ করল অসম পুলিশের স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি)- ও। অসম এসআইটি জানিয়েছে, জুবিনের শরীর অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল পাওয়া গিয়েছে। সেই সঙ্গে অসম এসআইটি- র তরফে এও জানানো হয়েছে যে গায়ককে এত বেশি পরিমাণে মদ খেতে দেওয়ার পিছনে কোনও উদ্দেশ্য থাকতে পারে। সেই জন্য খুনের অভিযোগ করা হয়েছে। কেন জুবিনকে সেদিন অতিরিক্ত পরিমাণ মদ খেতে দেওয়া হয়েছিল, তার পিছনে কোনও অভিসন্ধি থাকতে…





