মুম্বই: যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বলিউড পরিচালক সাজিদ খানের (Sajid Khan) বিরুদ্ধে। বেশ কয়েকজন অভিনেত্রী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন। মি টু মুভমেন্টে বেশ বেকায়দাতেই রয়েছেন ‘হাউজফুল’ পরিচালক। এবার তাঁর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন আরও এক বলিউড নায়িকা। পরিচালককে ‘জন্তু’ বলে উল্লেখ করলেন তিনি।
সাজিদ খানের বিরুদ্ধে মুখ খুললেন মিনিশা লাম্বা-
চলতি বছর ‘বিগ বস’-এর ঘরে প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছিল সাজিদ খানকে। জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ে প্রতিযোগী হিসেবে পরিচালকের প্রবেশকে ভালো চোখে দেখেননি অনেকেই। সাজিদ খানের ‘বিগ বস’-এর ঘরে প্রবেশের পরই নতুন করে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি মাথাচাড়া দেয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী মিনিশা লাম্বাকে (Minisha Lamba) ‘বিগ বস ১৬’ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়। সাজিদ খানের ভলেন্টারি এক্সিট এবং মি টু মুভমেন্ট নিয়েও প্রশ্ন করা হয়। মিনিশা লাম্বা সঙ্গে সঙ্গে বলে দেন, ‘যে জন্তুর (সাজিদ খান) সম্পর্কে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, ওরকম একজন ব্যক্তির সম্পর্ক যত কথা না বলা যায়, তত ভালো।’ মি টু মুভমেন্ট প্রসঙ্গে মিনিশা জানান যে, এটা একটা বৈপ্লবিক পদক্ষেপ। এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বের সমস্ত মহিলা তাঁদের উপর হওয়া যৌন হেনস্থার সম্পর্কে কথা বলতে পারছেন। আর এটাই একদিন বদলে দেবে বিশ্বকে।
প্রসঙ্গত, বর্তমানে অভিনয় জগত, বলিউড থেকে অনেক দূরে মিনিশা লাম্বা। পরিচালক সুজিত সরকারের ‘ইয়াঁহা’ ছবি গিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় তাঁর। ‘বচনা অ্যায় হাসিনো’, ‘ফেজা ফ্রাই টু’, ‘হনিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, ‘কর্পোরেট’ এবং আরও বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
(Feed Source: abplive.com)