ঐশ্বর্যের জন্য ট্রোলের মুখে আরাধ্যা! কটাক্ষের সঙ্গে এল উপদেশও, কী করেছিলেন তিনি

ঐশ্বর্যের জন্য ট্রোলের মুখে আরাধ্যা! কটাক্ষের সঙ্গে এল উপদেশও, কী করেছিলেন তিনি

কলকাতা: নেপোটিজম বা স্বজনপোষণ নিয়ে তর্ক-বিতর্ক, চর্চা শেষ হওয়ার নয়। আর তারকা-সন্তান হলেই সর্বক্ষণ থাকতে হয় আতসকাচের নীচে। সম্প্রতি তা আরও একবার প্রমাণিত।

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের গোল ধানা অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সবুজ এবং সোনালি রঙের ভারী কাজের আনারকলিতে তাক লাগিয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। আম্বানি পরিবারের অনুষ্ঠানে অভিনেত্রীর সঙ্গী হয়েছিলেন তাঁর মেয়ে আরাধ্যা। সাদা রঙের সালোয়ারে সেজে উঠেছে বচ্চন পরিবারের কনিষ্ঠতম সদস্য।

(Feed Source: news18.com)