জাডেজার দাপটে ভারতের জয়, রঞ্জিতে বাংলার স্বপ্নভঙ্গ, খেলার সারাদিনের সব খবর

জাডেজার দাপটে ভারতের জয়, রঞ্জিতে বাংলার স্বপ্নভঙ্গ, খেলার সারাদিনের সব খবর

কলকাতা: রবীন্দ্র জাডেজার দুরন্ত বোলিংয়ে ভর করে ৬ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল ভারতীয় দল। রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ৯ উইকেটে হেরে বাংলার স্বপ্নভঙ্গ। এক নজরে খেলার সারাদিনের সব খবর।

ভারতের জয়

দিনের শুরুতেও কেউ ভাবেনি যে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই খেলার মোড় এতটা ঘুরে যাবে। বর্ডার-গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল রোহিত শর্মার (Rohit Sharma) দল। একই সঙ্গে বর্ডার-গাওস্কর ট্রফিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল। টেস্টের ক্রমতালিকায়ও শীর্ষে উঠে এলে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি তিন ফর্ম্যাটেই ক্রমতালিকায় শীর্ষে পৌঁছে গেল রোহিতের ভারত।

মাত্র ১১৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ফের কে এল রাহুলের উইকেট হারায় ভারত। খাতা খোলার আগেই ফিরে যান রাহুল। এরপর রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা মিলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। রোহিত ভাল শুরু করেছিলেন। ২০ বলে ৩১ রান করে যখন ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন, সেই সময়ই  পূজারার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হতে হয় হিটম্যানকে। বিরাট কোহলিও ২০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে পূজারা শেষ পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন। তিনি ৩১ রানে অপরাজিত থাকেন।

বাংলার স্বপ্নভঙ্গ

বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary) ম্যাচের আগে হুঙ্কার দিয়েছিলেন, একপেশে ম্যাচে সৌরাষ্ট্রকে (Bengal vs Saurashtra) হারাবেন তাঁরা। পরের চারদিন ইডেন গার্ডেন্সে (Eden Gardens) একপেশে ম্যাচই দেখলেন ক্রিকেটপ্রেমীরা। তবে তা সৌরাষ্ট্রের পক্ষে। রঞ্জি ফাইনালে বাংলার জঘন্য পারফরম্যান্স অব্যহত। ২০১৯-২০ মরসুমে রাজকোটে গিয়ে সৌরাষ্ট্রের কাছে হেরেছিল। এবার বাংলার ঘরের মাঠে বাংলাকে দুরমুশ করে দিয়ে গেল জয়দেব উনাদকটের দল। রবিবার দ্বিতীয় ইনিংসে বাংলা অল আউট হয়ে গেল ২৪১ রানে। মাত্র ১১ রানের লিড নিতে সক্ষম হয়েছিল বাংলা। ১২ রানের লক্ষ্য ছিল সৌরাষ্ট্রের সামনে। এক উইকেট হারিয়ে যে রান তুলে নিল সৌরাষ্ট্র। ৯ উইকেটে ম্যাচ জিতে দ্বিতীয়বারের জন্য রঞ্জি চ্যাম্পিয়ন হল সৌরাষ্ট্র।

ইস্টবেঙ্গলের দুরন্ত জয়

আইএসএলের পরের রাউন্ডে পৌঁছনোর ইস্টবেঙ্গলের (East Bengal) আশা বহু আগেই শেষ হয়ে গিয়েছে। লিগ তালিকায় নবম স্থানের আগেও এগোনোর কোনও সুযোগ নেই। তবে পরের আসন্ন শনিবার, ২৫ ফেব্রুয়ারি কলকাতা ডার্বিতে মাঠে নামার আগে নিজেদের শেষ ম্যাচে দুরন্ত জয় পেল লাল হলুদ। যে কোনও দল নয়, এ মরসুমের লিগ শিল্ড জয়ী মুম্বই সিটিকে (Mumbai City FC) তাদেরই ঘরের মাঠে হারাল স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। ম্যাচের একমাত্র গোলটি করেন মহেশ নাওরেম। নিজেদের শেষ লিগ ম্যাচে এই মরসুমে প্রথমবার ঘরের মাঠে পরাজিত হল ডেস বাকিংহামে মুম্বই সিটি এফসি।

হকি ডার্বিতে ধুন্ধুমার

ইস্টবেঙ্গল-মোহনবাগান (East Bengal vs Mohun Bagan) হকি ম্যাচ ঘিরে ময়দানে ধুন্ধুমার। অশান্ত গ্যালারি, কটূক্তি, ইট ছোড়ার অভিযোগ। আজ, রবিবার ১৯ ফেব্রুয়ারি কলকাতার দুই বড় দল হকির ময়দানে একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ ঘিরেই উত্তেজনা ছড়ায়। মহামেডানের মাঠে আজ এই ডার্বি ম্যাচ আয়োজিত হয়েছিল। সেই ম্যাচেই দুই দলের সমর্থকরা গ্যালারিতে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মোহনবাগান সমর্থকদের বিরুদ্ধে গ্যালারি থেকে মাঠে উপস্থিত ইস্টবেঙ্গল কর্তাদের কটূক্তি করার অভিযোগ করা হয়। সবুজ মেরুন সমর্থকরা ইটও ছোড়েন বলেন অভিযোগ।

বিরাটের রেকর্ড

বিরাট কোহলি মাঠে নামা মানেই রেকর্ড। এবারও তার ব্যতিক্রম হল না। দিল্লির ফিরোজ শাহ কোটলায় নিজের ঘরের মাঠে খেলতে নেমে ফের রেকর্ড বিরাট কোহলির। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৫ হাজার রান করার নজির গড়লেন প্রাক্তন ভারত অধিনায়ক। কোটলা টেস্টে ভারতের জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল ১১৫ রান। সেই রান তাড়া করতে নেমে লাঞ্চের আগে রাহুলের উইকেট হারায় ভারত। লাঞ্চের পর ক্যাপ্টেন রোহিত ফিরে যান। এরপরই ক্রিজে আসেন কোহলি। ৭ রান দূরে ছিলেন বিরাট নিজের ২৫ হাজার আন্তর্জাতিক রান পূরণ করার ক্ষেত্রে।

(Feed Source: abplive.com)