বলিউডে কেন সফল নায়ক হতে পারেননি টলিউড ‘ইন্ডাস্ট্রি’? অকপট জবাব প্রসেনজিতের

বলিউডে কেন সফল নায়ক হতে পারেননি টলিউড ‘ইন্ডাস্ট্রি’? অকপট জবাব প্রসেনজিতের

এক কথায় তিনি টলিউড ‘ইন্ডাস্ট্রি’। বাংলা ছবির জন্য তিন দশকেরও বেশি সময় ধরে ১০০% উজার করে দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কেরিয়ারের শুরুতে বেশ কয়েকটি হিন্দি ছবিতে কাজ করলেও আরব সাগর পারে লম্বা সময় ধরে কাজ করতে আগ্রহ দেখাননি বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পুত্র। যদিও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, বিশ্বজিৎ-এর বরাবরের ফোকাস ছিল বলিউড। সদ্যই প্রাইম ভিডিয়োয় মুক্তি পেয়েছে ‘জুবিলি’। এই সিরিজের সঙ্গেই ওটিটি ডেবিউ সেরেছেন বুম্বাদা।, ৬১-তে নতুন শুরু। দীর্ঘদিন পর মুম্বইয়ের ইন্ডাস্ট্রি সাদরে অভ্যর্থনা জানিয়েছে। জুবিলি-র প্রচারে সামিল হয়ে বলিউড নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি অভিনেতা।

কেন বলিউডে কেরিয়ার তৈরি হল না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের? এই নিয়ে প্রশ্ন রাখা হলে অভিনেতা অকপটে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ‘আমার মনে হয় আঞ্চলিক ভাষার অভিনেতারা মুম্বইয়ে বেশি কাজ পায় না। আমি শেষ সাংঘাইতে কা করেছি, সেটা দীর্ঘদিন আগে। এখনে অনেক ট্যালেন্ট রয়েছে, অনেক দরজাও খোলা রয়েছে। নতুন নতুন প্ল্যাটফর্ম আসছে, সবার জন্য অনেক সুযোগ রয়েছে। ভাষা আর কোনও সমস্যা নয়, এখন নতুনদের জন্য অনেক সুযোগ। এই শো-এর সঙ্গে আমরা নতুন কিছু চেষ্টা করেছি। সময় বদলেছে, অবশ্যই। বাঙালি অভিনেতারা অনেক কিছু করেছেন, করে চলেছেন’।

বাংলা চলচ্চিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। কিন্তু হিন্দি ইন্ডাস্ট্রিকে কেরিয়ার গড়তে কোনওদিনই আগ্রহী ছিলেন না অভিনেতা। শুরুর দিকে ‘আন্ধিয়া’, ‘বীরতা’, ‘সোনে কি জঞ্জির’-এর মতো বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করলেও মায়ানগরীতে থিতু হয়ে কাজ করতে চাননি প্রসেনজিৎ, বাংলা ইন্ডাস্ট্রিকে ছাড়তে রাজি ছিলেন না তিনি। নিজের মুখেই স্বীকার করেছেন, ‘মেয়নে প্যায়ার কিয়া’ ছবির অফার ফিরিয়ে ছিলেন তিনি, যে ছবি ভাগ্য বদলে দেয় সলমন খানের।

গত এক দশক ধরে কমার্শিয়াল ছবিতে দেখা মেলে না প্রসেনজিতের। জুবিলি-র শ্রীকান্ত রায়ের চরিত্র তাঁকে এতটাই টেনেছিল যে বিক্রমাদিত্য মোটওয়ানিকে না বলতে পারেননি। পঞ্চাশের দশকের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে সাজানো এই গল্প। পর্দাতেও সুপারস্টারের চরিত্রেই রয়েছেন প্রসেনজিৎ। তবে সেই জমানার সঙ্গে আজকের অনেক ফারাক। তাঁর কথায়, ‘সেই সময় স্টুডিও আর থিয়েটার স্টার তৈরি করত, এখন পরিচালক আর প্রযোজকদের জুহুরির চোখই স্টার খুঁজে নেয়। ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমার কেরিয়ারের সাফল্যের পিছনে সেই সকল টেকনিশিয়ানদের হাত রয়েছে যাঁদের সঙ্গে আমি কাজ করেছি’।

প্রসেনজিতের পাশাপাশি এই সিরিজে অভিনয় করছেন অদিতি রাও হায়দারি, অপারশক্তি খুরানা, ওয়ামিকা গাব্বি, সিদ্ধান্ত গুপ্ত, নন্দিশ সান্ধু এবং রাম কাপুরের মতো অভিনেতারা। ফিল্ম ইন্ডাস্ট্রির চাকচিক্যের পিছনের গল্পটা ঠিক কেমন হয়? সেটাই ফুটে উঠেছে এই পিরিয়ড ড্রামায়। প্রেম,সম্পর্কের টানাপোড়েন, লাইমলাইটে টিকে থাকবার তাগিদ, গ্ল্যামার জগতে নিজের পরিচিতি গড়ার চেষ্টা, ঈর্ষা, বিদ্বেষ, রেষারেষি– সবই উঠে এসেছে ‘জুবিলি’তে। শুক্রবার মুক্তি পেয়েছে সিরিজের প্রথম পাঁচ পর্ব, আগামী পাঁচটি পর্ব মুক্তি পাবে ১৪ই এপ্রিল।

(Feed Source: hindustantimes.com)