কলকাতা: আইপিএলে পয়েন্ট টেবিলে সাপ-লুডোর খেলা চলছেই। গতকাল লখনউ সুপার জায়ান্টস মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেওয়ার পর প্লে অফের অঙ্ক আরো জমে গিয়েছে। তিন নম্বরে উঠে এসেছে ক্রুণাল পাণ্ড্যর দল। এদিকে এই ম্যাচ হারের পর মুম্বই চতুর্থ স্থানে উঠে এসেছে।
দল | ম্যাচ | জয় | হার | নেট রান রেট | পয়েন্ট | ||||
গুজরাত | ১৩ | ৯ | ৪ | +০.৮৩৫ | ১৮ | ||||
চেন্নাই | ১৩ | ৭ | ৫ | +০.৩৮১ | ১৫ | ||||
লখনউ | ১৩ | ৭ | ৫ | +০.৩০৪ | ১৫ | ||||
মুম্বই | ১৩ | ৭ | ৬ | -০.১২৮ | ১৪ | ||||
আরসিবি | ১২ | ৬ | ৬ | +০.১৬৬ | ১২ | ||||
রাজস্থান | ১৩ | ৬ | ৭ | +০.১৪০ | ১২ | ||||
কলকাতা | ১৩ | ৬ | ৭ | -০.২৫৬ | ১২ | ||||
পাঞ্জাব | ১২ | ৬ | ৬ | ০.২৬৮ | ১২ | ||||
হায়দরাবাদ | ১২ | ৪ | ৮ | -০.৫৭৫ | ৮ |
আইপিএলের প্লে অফে ওঠার দৌড়ে এখনও রয়েছে কেকেআর। তাঁদের ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে লখনউয়ের বিরুদ্ধে আগামী ২০ তারিখ ম্যাচ রয়েছে। এটিই তাঁদের শেষ ম্যাচ। এই ম্যাচ নাইটদের তো জিততেই হবে। এমনকী কেকেআরকে প্লে অফে যেতে হলে হারতে হবে পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। পঞ্জাব কিংসের দুটো ম্যাচ রয়েছে।
লখনউ জয় ছিনিয়ে নেওয়ায় কিছুটা চাপ বেড়ে গিয়েছে মুম্বইয়ের। তাদের পয়েন্ট এই মুহূর্তে ১৪। নাইটরা শেষ ম্যাচ বড় ব্যবধানে জিতে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করতে চাইবে। সেক্ষেত্রে নেট রান রেটেও মুম্বইকে টেক্কা দিতে চাইবে তাঁরা। তবে পাঞ্জাব ও আরসিবির দিকেও তাকিয়ে থাকতেই হবে। কারণ লখনউ ১৫ পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছে। শেষ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে তাঁরা যদি হেরেও যায়, তবেও কোনওভাবেই কেকেআর লখনউকে পয়েন্ট টেবিলে টপকে যেতে পারবে না।
এদিকে গুজরাত টাইটান্সই একমাত্র দল যাঁরা প্লে অফে অফিশিয়ালি পৌঁছে গিয়েছে। ১৩ ম্যাচ এখনও পর্যন্ত খেলে হার্দিক পাণ্ড্যর দল ৯ ম্যাচ জয় ছিনিয়ে নিয়েছে। তারা হেরেছে ৪ ম্যাচে। গতবার টুর্নামেন্টের অভিষেকেই খেতাব জিতে নিয়েছিল গুজরাত টাইটান্স।
(Feed Source: abplive.com)