দুই ব্যোমকেশে মুখোমুখি, দ্বন্দে সৃজিত-দেব! কী হল তারপর? জানলে অবাক হবেন

দুই ব্যোমকেশে মুখোমুখি, দ্বন্দে সৃজিত-দেব! কী হল তারপর? জানলে অবাক হবেন

দুই ব্যোমকেশে মুখোমুখি তবে দ্বৈরতে নয়। কথায় আছে বাঙালি নাকি কাঁকড়ার জাত একে অন্যের সাফল্য দেখতে পারে না। কিন্তু টলিউডে ঘটল নজিরবিহীন ঘটনা। ছবি ও সিরিজের কলাকুশলীদের মতে টলিউডের ইতিহাসে এই ঘটনা প্রথম। অনেকেই বলে টলিপাড়ায় নাকি ঐক্যের অভাব। কিন্তু বৃহস্পতিবার নিন্দকদের পাল্টা জবাব দিল ইন্ডাস্ট্রি। দেবের ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠান দেখে অনেকেই মনে করছেন সেই কথা।

দেব ব্যোমকেশ হবেন এই কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল ট্রোল, অভিনেতাকে পড়তে হয়েছিল নানা কটাক্ষের মুখে। তারপরই শোনা যায় ওই একই ব্যোমকেশ কাহিনী নিয়ে কাজ করছেন সৃজিতও। ব্যোমকেশ হিসেবে থাকছেন অনিবার্ণ ভট্টাচার্য। তারপর থেকেই শুরু হয় সমালোচনা। অনেকের মতে যেন দু’ভাগে ভাগ হয়ে যায় ইন্ডাস্ট্রি। এই দুই শিবিরের মধ্যে টক্কর তুঙ্গে। শোনা যায়, দুই শিবিরে আলোচনার পর সৃজিত তাঁর সিরিজ়ের মুক্তি তারিখ পিছিয়ে দিচ্ছেন।

আর এর মাঝেই দেব সৃজিতের সঙ্গে ছবি শেয়ার করে নেন তাঁর স্যোশাল মিডিয়ায়। তাঁদের আসন্ন কাজের খবর দেন। অনেকেই ভেবেছিলেন বিবাদ কিছুটা হলেও মিটেছে। কিন্তু তারপর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দেব দিলেন বিরাট চমক। ব্যোমকেশ ছবির ট্রেলার প্রকাশ্যে আনলেন সৃজিতের হাত ধরে! এই চমক সকলের কাছেই অপ্রত্যাশিত ছিল। এ রকমই অনবদ্য মুহূর্ত তৈরি দুই ব্যোমকেশের টিম।

বৃহস্পতিবার বিকেলে এক পাঁচতারা হোটেলে দেব অভিনীত এবং বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছবির ট্রেলার প্রকাশ করা হয়েছে। এই অনুষ্ঠানে সঞ্চালক মঞ্চে ব্যোমকেশের টিমকে ডাকতেই মঞ্চে এসে হাজির হলেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার-সহ সৃজিত মুখোপাধ্যায় সঙ্গে প্রযোজক শ্রীকান্ত মোহতাও। তারপর স্বয়ং সৃজিতই ডেকে মঞ্চে ডেকে নিলেন দেব, রুক্মিণী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য এবং পরিচালক বিরসা দাশগুপ্তকে। সৃজিত জানালেন, তাঁদের মধ্যে ঝগড়ার যে বিষয়টি বলা হয় তার অনেকটাই ভুল। আসলে তাঁরা সবাই একই পরিবারেরই অংশ।

এই বার্তাটা পৌঁছে দেওয়াটা খুবই প্রয়োজন বলে তিনি মনে করেন। তাই ‘দশম অবতার’-এর শ্যুটিং ছেড়ে দেবের ডাকে সারা হাজির ছিলেন এই অনুষ্ঠানে। শুধু তাই নয় অনির্বাণ জানালেন দেবের ব্যোমকেশের ট্রেলার তাঁর ভীষণ পছন্দ হয়েছে, তিনি ১১ তারিখ কাজে ব্যস্ত থাকবেন তাই ১২ তারিখ তিনি বড় পর্দায় দেখবেন ব্যোমকেশ। পাশাপাশি সত্যবতীরাও একে অন্যের প্রসংশায় পঞ্চমুখ হলেন। শেষে অজিত রূপী অম্বরীশ যেমন মজা করে বললেন ‘‘কী মুশকিল, সব বিতর্ক যে মিটে গেল! এ বার কে কী করে দেখা যাক।’’

সব মিলিয়ে দ্বন্দ মিটিয়ে কাছাকাছি এল দুই শিবির আর তাতে কার্যত জিতে গেল বাংলা ইন্ড্রাস্টি। দেবের ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ অগাস্টের ১১ তারিখ মুক্তি পাবে হলে এখন দেখার বিষয় দর্শকদের কতটা মন ছুঁয়ে যায় এই ছবি।

(Feed Source: news18.com)