সম্পূর্ণ ফিট না হলে শুভমনের খেলা উচিত নয়, সাফ বলে দিচ্ছেন সৌরভ

সম্পূর্ণ ফিট না হলে শুভমনের খেলা উচিত নয়, সাফ বলে দিচ্ছেন সৌরভ
সন্দীপ সরকার, কলকাতা: তাঁকে নিয়ে হইচই পড়ে গিয়েছিল ভারতীয় শিবিরে।

শুভমন গিল (Shubman Gill)। চলতি বছরে ওয়ান ডে ক্রিকেটে স্বপ্নের ফর্মে রয়েছেন। বিশ্বকাপে (ODI World Cup) ভারতীয় ব্যাটিংয়ের সেরা অস্ত্র মনে করা হচ্ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে ডেঙ্গির ধাক্কায় তিনি ছিটকে যান। প্রথম দুই ম্য়াচে খেলেননি। অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন ঈশান কিষাণ। কিছুটা সুস্থ হয়ে আমদাবাদে ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন শুভমন। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে কি তিনি খেলবেন?

‘ফিট না হলে শুভমনের খেলা উচিত নয়,’ সাফ বলে দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। যিনি বিশ্বকাপ শুরুর আগে বলেছিলেন, শুভমনের দিকে নজর থাকবে। টুর্নামেন্টের অন্যতম সফল ব্যাটার হবেন শুভমন, পূর্বাভাস করেছিলেন। তবে আধাফিট থাকলে শুভমনকে না খেলানোর পক্ষে জাতীয় দলের কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক।

শনিবার আমদাবাদে মুখোমুখি ভারত-পাকিস্তান (Ind vs Pak)। মহারণের সাক্ষী থাকতে শুক্রবার রাতের বিমান ধরে নরেন্দ্র মোদি-অমিত শাহর শহরের উদ্দেশে উড়ে গেলেন সৌরভ। বিমানবন্দরের দিকে রওনা হওয়ার আগে বেহালার বীরেন রায় রোডের বাড়ির বৈঠকখানায় তাঁকে পাওয়া গেল খোশমেজাজে। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, শুভমন ৯৯ শতাংশ ফিট। তবে এবিপি লাইভের সঙ্গে একান্ত আলাপচারিতায় সৌরভের প্রতিক্রিয়া, ‘একশো শতাংশ ফিট হলে তবেই খেলুক। না হলে নয়।’

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন বাইশ গজে যুদ্ধের আঁচ। বহু ভারত-পাক দ্বৈরথে মাঠে থেকেছেন সৌরভ। দলকে জিতিয়েছেন। ড্রয়িংরুমের ট্রফি ক্যাবিনেটে এখনও জ্বলজ্বল করছে ২০০৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়ান অফ দ্য সিরিজের পুরস্কার। ভারত-পাক মাঠের লড়াইয়ের সঙ্গে আর পাঁচটা ম্যাচের কী তফাত? সৌরভ বলছেন, ‘আমার কাছে আলাদা কিছু নয়। আমাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও রান করতে হতো, ইংল্যান্ডের বিরুদ্ধেও হতো। পাকিস্তানের বিরুদ্ধেও রান করতে হতো। এটা একটা হাইপ তৈরি হয়ে যায়। দুটো দলই ভাল খেলছে। ভারত তো ভীষণ শক্তিশালী দল। আগেও বলেছি। ভাল খেলা হবে আমদাবাদে।’

ফেভারিট কারা? সৌরভের সাফ জবাব, ‘ভারতকে হারাতে গেলে পাকিস্তানকে খুব ভাল খেলতে হবে। আমি মনে করি ভারতই ফেভারিট। অঘটন না ঘটলে ভারত হাসতে হাসতে জিতবে।’

টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারত যেভাবে একপেশেভাবে অস্ট্রেলিয়াকে হারাল, তাতে কি আপনি অবাক হয়েছেন? সৌরভ বলছেন, ‘এশিয়া কাপ থেকেই বলে আসছি, সোশ্যাল মিডিয়াতেও লিখেছি যে, ভারত খুব শক্তিশালী দল। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে যেভাবে হারিয়েছে, খুব একটা অবাক নই। দারুণ বোলিং আক্রমণ। বুমরা দুর্দান্ত ছন্দে। আমি দেখতে চাই শামিও এই বোলিং আক্রমণে যুক্ত হচ্ছে। তাহলে ভারতের বোলিং আরও শক্তিশালী হয়ে যাবে। হয়তো পাকিস্তানের সঙ্গে খেলবে মহম্মদ শামি।’ মনে করিয়ে দিচ্ছেন, ‘দক্ষিণ আফ্রিকাও খুব শক্তিশালী দল। অস্ট্রেলিয়াকে ওরাও হারিয়েছে। ভাল বিশ্বকাপ হচ্ছে।’

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পরপর দু’ম্যাচে মুখ থুবড়ে পড়েছে। সৌরভ বলছেন, ‘অস্ট্রেলিয়ার এই পারফরম্যান্সে আমি খুব একটা অবাক নই। কারণ ওদের ব্যাটিং খুব দুর্বল। আমরা অস্ট্রেলিয়া ভাবলেই আগের অস্ট্রেলিয়া ভাবি। স্টিভ ওয়, মার্ক ওয়, পন্টিং, গিলক্রিস্ট এদের। সেই মান এই অস্ট্রেলিয়া দলে নেই। ভারতও হারিয়েছে। দক্ষিণ আফ্রিকা হারিয়েছে। ভাল করে না খেললে আরও অনেক দল হারিয়ে দেবে।’

এখনও পর্যন্ত বিশ্বকাপে কার পারফরম্যান্স নজর কাড়ল? দাদা বলছেন, ‘ভারতের বোলিং সেরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কে এল রাহুলের ইনিংস অসাধারণ। বিরাটের ইনিংসও। তবে বিরাটের চেয়েও এগিয়ে রাখব কে এল রাহুলের ইনিংসকে। কুইন্টন ডি’কক খুব ভাল খেলছে। দুটো ম্যাচে দুটো সেঞ্চুরি করেছে। খুব ভাল খেলছে। রোহিত শর্মাও দুর্দান্ত ব্যাটিং করেছে আফগানিস্তানের বিরুদ্ধে।’

(Feed Source: abplive.com)