শাড়ি পরেই ফুটবলে লাথি, সঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, রাজনীতি ছাড়িয়ে খেলার মাঠে গোল মহুয়ার

শাড়ি পরেই ফুটবলে লাথি, সঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, রাজনীতি ছাড়িয়ে খেলার মাঠে গোল মহুয়ার
কলকাতা: তাঁকে নিয়ে এই মুহূর্তে উত্তাল জাতীয় রাজনীতি। বাংলাতেও তার আঁচ এসে পৌঁছেছে। কিন্তু এত কিছুর মধ্যে কী করছেন তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)? সোশ্য়াল মিডিয়ায় কাটাছেঁড়ার দিকে তাকিয়ে বসে নেই তিনি মোটেই। বরং শীতের আমেজ গায়ে মেঘে ফুটবলে পা চালালেন তিনি, তার একঝলক চোখে পড়ল তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেই।

একদিকে লোকপাল তাঁর বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ দিয়েছে, অন্য দিকে সংসদের নীতি কমিটিও তাঁর সাংসদপদ বাতিলের সুপারিশ করেছে। শীতকালীন অধিবেশনে স্পিকার ওম বিড়লার কাছে জমা পড়তে চলেছে ওই সুপারিশপত্র। সংসদে বিজেপি যেহেতু সংখ্যাগরিষ্ঠ, তাই সুপারিশ জমা পড়লে মহুয়ার সাংসদপদ বাতিল হয়ে যেতে পারে।

সেই নিয়ে রাজনীতির ময়দান যখন উত্তপ্ত, সেই সময় ছেলেপুলেদের নিয়ে ফুটবল খেলায় মাতলেন মহুয়া। শীতের আমেজ গায়ে মেখে নদিয়ার নাকাশিপাড়ায় ভর সন্ধেয় ফুটবল খেলতে নামলেন তিনি। শাড়ি পরেই লাথি মেরে বল ঠেলে দিলেন সোজা গোলপোস্টে। সেই বিশেষ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করেন মহুয়া।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও-টি পোস্ট করে লেখেন, ‘নির্ভীক চিত্রে বলে লাথি মারায় আমাদের জুড়ি নেই’। মিথ্যা অভিযোগ তুলে মহিলা সাংসদকে বের করে দেওয়ার চেষ্টা চলছে বলে আগেই অভিযোগ তোলেন মহুয়া। তাই সোশ্যাল মিডিয়া পোস্টে মহুয়ার শব্দচয়নও নজর কেড়েছে। বুধবার এতকিছুর মধ্যেই যে তিনি ফুটবল খেলায় ব্যস্ত ছিলেন, তারিখ, জায়গা-সহ তাও বুঝিয়ে দিয়েছেন।

টাকার বিনিময়ে সংসদে আদানিকে প্রশ্ন তোলার অভিযোগে এদিনও রাজনীতি উথালপাথাল ছিল মহুয়াকে নিয়ে। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে জানান, মহুয়ার বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল। তার পরই রাতে জানা যায়, মহুয়ার সাংসদপদ বাতিলের সুপারিশ করছে নীতি কমিটি। শীতকালীন অধিবেশনে স্পিকার ওম বিড়লার কাছে প্রস্তাব জমা দেওয়া হবে।

সেই আবহেই ফুটবল খেলার ভিডিও সামনে আনেন মহুয়া। নীতি কমিটির সুপারিশ নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। লোকপালের মতো নীতি কমিটি নিজে জানানোর আগে, ভাড়া করা লোক মারফত খবর ছড়িয়ে পড়ছে বলে বিজেপি-কে কটাক্ষ করেন তিনি। কটাক্ষ করেন শিল্পপতি গৌতম আদানিকেও।

(Feed Source: abplive.com)