৬ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরা ভুবনেশ্বরই কাঁটা বাংলার, অভিষেকের অপেক্ষায় সূরজ

৬ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরা ভুবনেশ্বরই কাঁটা বাংলার, অভিষেকের অপেক্ষায় সূরজ
সন্দীপ সরকার, কলকাতা: কনকনে ঠান্ডা। সঙ্গে কুয়াশার চাদর। সময়ে ম্যাচ শুরু করা নিয়েই রয়েছে প্রশ্নচিহ্ন।

সেই সঙ্গে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের পিচে সবুজ আভা। পেস বোলারদের স্বর্গরাজ্য হয়ে দাঁড়াতে পারে বাইশ গজ। দোসর পরিবেশ ও পরিস্থিতি। আর সেই মঞ্চেই দীর্ঘ ৬ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে মাঠে ফিরছেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। বাংলার (BEN vs UP) বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচে তিনিই উত্তর প্রদেশের জোরে বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন। যা চিন্তায় রাখছে বাংলা শিবিরকে।

প্রথম ম্যাচে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট নিয়ে ফিরতে হয়েছে বাংলাকে। প্রথম ইনিংসের লিড হজম করতে হয়েছিল মনোজ তিওয়ারিদের (Manoj Tiwary)। ম্য়াচ শেষ হয়েছিল অমীমাংসিতভাবে। উত্তর প্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির এলিট বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলা পাচ্ছে না আকাশ দীপকে। ভারতীয় এ দলে রয়েছেন ডানহাতি পেসার। তাঁর পরিবর্তে রঞ্জি ট্রফিতে অভিষেক হবে পেসার সূরজ সিন্ধু জয়সওয়ালের। বাংলার অনূর্ধ্ব ২৩ দলের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করেছেন। এবার সিনিয়র দলে সুযোগ পেয়েছিলেন। উত্তর প্রদেশের বিরুদ্ধে তাঁর রঞ্জি অভিষেক হতে চলেছে।

বাংলার কোচ সৌরাশিস লাহিড়ী কানপুর থেকে মোবাইল ফোনে বলছেন, ‘সূরজ বাংলার অনূর্ধ্ব ২৩ দলের হয়ে যথেষ্ট নজরকাড়া বোলিং করেছে। সবচেয়ে বড় কথা, ওর ব্যাটের হাতও ভাল। লোয়ার মিডল অর্ডারে প্রয়োজনীয় কিছু রান করে দিতে পারে।’

বাংলা দলে আরও একটি জায়গা নিয়ে খচখচানি রয়েছে। আর সেটা হল বাঁহাতি স্পিনার প্রদীপ্ত প্রামাণিক। প্রদীপ্ত অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে বল হাতে বলার মতো কিছু করেননি। ব্যাটের হাত ভাল বলে তাঁকে খেলানো হচ্ছিল। কিন্তু বাংলা শিবির চাইছে বল হাতে উইকেট তোলার মুন্সিয়ানা রয়েছে, এরকম কাউকে খেলাতে। আর সেই কারণে প্রদীপ্তকে বসিয়ে অঙ্কিত মিশ্রকে খেলানোর সম্ভাবনা নিয়ে কাটাছেঁড়া চলছে। শুক্রবার ম্যাচের দিন সকালে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উত্তর প্রদেশকে প্রতিপক্ষ হিসাবে যথেষ্ট সমীহ করছে বাংলা। সে যতই রিঙ্কু সিংহ ও কুলদীপ যাদব এই ম্যাচে না খেলুন। সৌরাশিস বলছেন, ‘ওদের পেস বোলিং আক্রমণ বেশ ভাল। ভুবি তো আছেই, সঙ্গে যশ দয়াল, অঙ্কিত রাজপুত, সৌরভ কুমার। দারুণ বোলিং বিভাগ।’ যোগ করছেন, ‘টসটাও ফ্যাক্টর হবে। টস জিতে আগে ফিল্ডিং করলে সুবিধে পাওয়া যাবে।’

সকালের দিকে কুয়াশার এমন দাপট থাকছে যে, শুক্রবার সময়ে ম্যাচ শুরু করা নিয়ে সংশয় রয়েছে। আর স্যাঁতস্যাঁতে পিচের ফায়দা তুলে শুরুতেই প্রতিপক্ষ ব্যাটিংয়ের ভিত নাড়িয়ে দেওয়াই হতে চলেছে এই ম্যাচের একমাত্র কৌশল।

(Feed Source: abplive.com)