বাটলার ঝড়ে ম্লান কোহলির সেঞ্চুরি, চারে চার করে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজস্থান

বাটলার ঝড়ে ম্লান কোহলির সেঞ্চুরি, চারে চার করে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজস্থান

জয়পুর: তাঁর বিরাট কোহলির (Virat Kohli) মতো জৌলুস নেই। তবু, শনিবার কোহলিকেও ছাপিয়ে গেলেন জশ বাটলার (Jos Buttler)। ইংরেজ তারকা এদিনই আইপিএলে একশোতম ম্যাচ খেললেন। আর সেঞ্চুরি ম্যাচে ব্যাটেও তিন অঙ্ক স্পর্শ করলেন। মাত্র ৫৮ বলে। ৫ বল বাকি থাকতে আরসিবিকে ৬ উইকেটে হারাল রাজস্থান রয়্যালস। ব্যর্থ কোহলির সেঞ্চুরি। টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজস্থান রয়্যালস।

ম্যাচের প্রথমার্ধে অবশ্য ছবিটা ছিল আলাদা। টস জিতে আরসিবিকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। ওপেনিং জুটিতে ১৪ ওভারে ১২৫ রান তোলেন বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি। এরপর ডুপ্লেসি (৩৩ বলে ৪৪ রান) আউট হলেও, ছন্দে ছিলেন বিরাট। ৬৭ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করেন তিনি। তবে আইপিএলে বলের নিরিখে এটা যুগ্মভাবে মন্থরতম সেঞ্চুরি। ২০০৯ সালে আরসিবির জার্সিতে ডেকান চার্জার্সের বিরুদ্ধে ৬৭ বলে সেঞ্চুরি করেছিলেন মণীশ পাণ্ডে। কোহলির রবিবারের সেঞ্চুরিও এল ৬৭ বলেই।

শেষ পর্যন্ত ৭২ বলে ১১৩ রানে অপরাজিত ছিলেন কোহলি। ১২টি চার ও চারটি ছক্কা মেরেছেন তিনি। ১৫৬.৯৪ স্ট্রাইক রেট রেখে রান করেছেন। তবে সেঞ্চুরির মধ্যেও একটা কাঁটা বিঁধছে কোহলিকে। অনেকেই প্রশ্ন তুলছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে এখন যেরকম ঝোড়ো ব্যাটিং চলছে সর্বত্র, সেখানে কি কোহলির রান ওঠার গতি লম্বা ইনিংস খেলার সময় মন্থর হয়ে পড়ছে? দ্বিতীয়ার্ধে যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বাটলার।

প্রথমে ব্যাট করে ১৮৩/৩ তুলেছিল আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই যশস্বী জয়সওয়ালকে (০ রান) হারায় রাজস্থান। তবে দ্বিতীয় উইকেটে ৮৬ বলে ১৪৮ রান যোগ করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাটলার ও সঞ্জু। ৪২ বলে ৬৯ রান করে সঞ্জু ফিরলেও অপরাজিত সেঞ্চুরি বাটলারের। একটা সময় পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে, ৯৪ রানে ক্রিজে ছিলেন বাটলার। আর রাজস্থানের জয়ের জন্য দরকার ছিল ১ রান। ক্যামেরন গ্রিনকে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন ইংরেজ তারকা। ৫ ম্যাচের মধ্যে চারটিতে হেরে পয়েন্ট টেবিলের আটে নেমে গেল আরসিবি।

(Feed Source: abplive.com)