আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্বে ইলন মাস্ক, জল্পনা সত্যি করে হল ঘোষণা

আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্বে ইলন মাস্ক, জল্পনা সত্যি করে হল ঘোষণা

ওয়াশিংটন: আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের জয়ের কারিগর হিসেবে নাম উঠে আসছিল তাঁর। জল্পনা সত্যি করে এবা আমেরিকার সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চলেছেন ধনকুবের ইলন মাস্ক। নিজের সরকারের ‘Department of Government Efficiency’-র প্রধান হিসেবে মাস্কের নামে সিলমোহর দিলেন ট্রাম্প। নির্বাচনী প্রচারের সময়ই এমন ইঙ্গিত দিয়ে রেখেছিলেন ট্রাম্প। ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামীর সঙ্গে যৌথ ভাবে ওই বিভাগের দায়িত্ব সামলাবেন মাস্ক। (Elon Musk)

নিজের সরকারে মাস্কের নিযুক্তি নিয়ে বিবৃতি প্রকাশ করেছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, ‘আমেরিকার দুই অসাধারণ ব্যক্তিত্ব একসঙ্গে আমার সরকারে কাজ করবেন। আমলাতন্ত্রের অবসান ঘটিয়ে, বিধিনিয়মের নাগপাশ কাটিয়ে, অযথা খরচ কমিয়ে, যুক্তরাষ্ট্রীয় সংস্থাগুলির পুনর্নিমাণ করবেন দেশকে এগিয়ে যেতে সাহায্য করবেন, যা আমেরিকাকে বাঁচানোর জন্য অত্যন্ত জরুরি। অত্যন্ত দক্ষতার সঙ্গে ওঁরা যুক্তরাষ্ট্রীয় আমলাতন্ত্রে কী পরিবর্তন আনেন, আমেরিকার নাগরিকদের জীবনকে উন্নততর করে তোলেন কী ভাবে, তা দেখতে চাই আমি’। (Donald Trump)

ট্রাম্প জানিয়েছেন, একসঙ্গে মাস্ক এবং বিবেক আমেরিকার সরকারকে আবর্জনা মুক্ত করতে পারেন, জালিয়াতি মুক্ত করতে পারেন। বিবেক এবং মাস্কের নিযুক্তি ঘিরে যদিও এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিবেক এবং মাস্ক, দু’জনেরই একাধিক ক্ষেত্রে বিনিয়োগ রয়েছে। ফলে সরকারি দায়িত্বপ্রাপ্তিতে স্বার্থের সংঘাত দেখছেন অনেকে। ট্রাম্প জানিয়েছেন, Department of Government Efficiency একটি নয়া বিভাগ, যা বাইরে থেকে সরকারকে উপদেশ দেবে, পথ দেখাবে। কিন্তু কী ভাবে কাজ করবে ওই বিভাগ, তা এখনও স্পষ্ট নয়।

সেপ্টেম্বর মাসেই যদিও Department of Government Efficiency তৈরির প্রস্তাব পেশ করেছিলেন ট্রাম্প। অর্থনীতিকে নতুন করে সাজাতে ওই বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং মাস্ক তাতে নেতৃত্ব দিতে রাজি বলে বলে জানান ট্রাম্প। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে মাস্কের নামে সিলমোহর দিয়ে ট্রাম্প জানান, পুরো সরকারি ব্যবস্থাকে কাঁপিয়ে দেবেন মাস্ক। সব আবর্জনা ছেঁটে ফেলবেন, বাদ যাবেন বহু। প্রচারে ট্রাম্প জানিয়েছিলেন, ক্ষমতায় আসার ছ’মাসের মধ্যে অর্থনৈতিক জালিয়াতির মোকাবিলা করবে ওই বিভাগ। কোটি কোটি ডলার বাঁচবে।

প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এবার রিপাবলিকানদের তরফে ট্রাম্পকে টক্কর দেন বিবেকও। শেষ পর্যন্ত জানুয়ারি মাসে ট্রাম্পের সমর্থনেই এগিয়ে আসেন তিনি। নিজের প্রচারেও অযথা খরচ কমানোর কথা বলতে শোনা গিয়েছিল তাঁকে। গতবছর প্রচারে গিয়ে FBI, Department of Education, Nuclear Regulatory Commission-র অস্তিত্ব মুছে ফেলার কথা বলতে শোনা গিয়েছিল বিবেককে। যুক্তরাষ্ট্রীয় সংস্থাগুলিকে মুছে ফেলতে আইনি রদবদল ঘটিয়ে প্রেসিডেন্টের হাতে ক্ষমতা প্রদানের পক্ষে সওয়ালও করেছিলেন। শিল্পক্ষেত্রে ব্যবসায়িক বিধি-নিষেধ শিথিল করা থেকে কর্মী ছাঁটাইয়ের পক্ষে সওয়াল করেন মাস্কও।

মাস্ক এবং বিবেককে নয়া দায়িত্ব দিয়ে ট্রাম্প বলেন, “আকারে ছোট হবে সরকার, কিন্তু দক্ষতায় এগিয়ে থাকবে। আমলাকেন্দ্রিক হবে না সরকার। ২৫০তম স্বাধীনতা দিবসে আমেরিকার নাগরিক এই উপহার পাবেন। আমি সাফল্য নিয়ে একেবারে নিশ্চিত।” এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে বিজয়ী করতে কোনও কসুর করেননি মাস্ক। বিজয়ী ভাষণেও তাই বার বার মাস্ককে ধন্যবাদ জানাতে দেখা যায় ট্রাম্পকে। এবার মাস্কের কাঁধে গুরুদায়িত্ব সঁপলেন।

(Feed Source: abplive.com)