মাথায় ফেজ টুপি, চোখে সুর্মা, ঈশ্বরের কাছে জাভেদ আখতার? ছবি ছড়াতেই ফুঁসে উঠলেন তারকা

মাথায় ফেজ টুপি, চোখে সুর্মা, ঈশ্বরের কাছে জাভেদ আখতার? ছবি ছড়াতেই ফুঁসে উঠলেন তারকা
কলকাতা: মাথায় ফেজ টুপি, চোখে সুর্মা। পরণে ইসলামীয় পোশাক। সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ্যে আসতেই কার্যত ভাইরাল হয়ে যায়। জাভেদ আখতার (Javed Akhtar), যিনি বলে এসেছেন যে তিনি ঈশ্বরে বিশ্বাসী নন, তিনিই কী অবশেষে ঈশ্বরের দ্বারস্থ হলেন? সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই অনেকে বলেছেন, অবশেষে ঈশ্বরের দ্বারস্থ হলেন জাভেদ আখতার! তবে এই ছবি আদৌ কি সত্যি? সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে একটি বিস্তারিত পোস্ট করেছেন জাভেদ আখতার। আর সেখানেই তিনি বিস্তারিত জানিয়েছেন এই ছবিটি সম্পর্কে। সম্প্রতি জাভেদ আখতার ও ইসলাম বিষয়ে চর্চাকারী মুফতি শামিল নাদভির মধ্যে একটি বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে তর্ক হয়। এ হেন জাভেদ আখতারের কেন এই ভোলবদল?

সোশ্যাল মিডিয়ায় ওই ফেজ টুপি ও চোখে সুর্মা পরা যে ছবিটি ছড়িয়ে পড়েছে, সেটা ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন জাভেদ আখতার। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঘুরে বেড়াচ্ছে যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা এবং ভুয়ো। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে বলা হচ্ছে, আমি নাকি ঈশ্বরের দ্বারস্থ হয়েছি। এটা অর্থহীন, খুব খারাপ। আমি সাইবার ক্রাইমের দ্বারস্থ হব আর যে ব্যক্তি এই ছবি বানিয়েছে ছড়িয়েছে, তাকে খুঁজে বের করব। টানতে টানতে আদালতে নিয়ে যাব তাকে। আমার সম্মান নিয়ে খেলা করলে খুব কড়া পদক্ষেপ নেওয়া হবে।’

সম্প্রতি, তসলিমা নাসরিনের একটি পোস্টের পরিপ্রেক্ষিতে জাভেদ আখতার লিখেছিলেন, ‘আমরা, অওধের লোকজন বাঙালি সংস্কৃতি, ভাষা এবং সাহিত্যকে অত্যন্ত শ্রদ্ধা করি। কিন্তু গঙ্গা-যমুনা-অওধ সংস্কৃতির শিষ্টাচার এবং পরিশীলিত ভাবকে সম্মান করতে, তা অনুভব করতে না পারেন, সেটা সম্পূর্ণ রূপে তাঁরই ক্ষতি। এই সংস্কৃতির সঙ্গে আরবের কোনও সংযোগ নেই। হ্যাঁ, পারস্য এবং মধ্য এশিয়ার সংস্কৃতি ও ভাষা আমাদের সংস্কৃতি ও ভাষাতেও ঢুকে পড়েছে, পশ্চিমি সংস্কৃতির মতোই, কিন্তু গোটাটাই আমাদের নিজেদের শর্ত অনুসারে হয়েছে। আর একটা কথা, অনেক বাঙালি পদবীই কিন্তু পারসিক’।

(Feed Source: abplive.com)