কলকাতা: বলিউড থেকে টলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? চোখ বুলিয়ে নিন সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।
‘জীবন যখন মৃত্যুর মুখোমুখি’, সেই সময়ের গল্প বলবে দেব-প্রসেনজিতের ‘কাছের মানুষ’-
বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’-এর (Dev Entertainment Ventures) আগামী ছবি ‘কাছের মানুষ’-এর (Kacher Manush) ট্রেলার। একসঙ্গে দেব (Dev) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee) দেখবেন দর্শক। সঙ্গী ইশা সাহা (Ishaa Saha)। ছবি মুক্তি পুজোর সময়ে। ট্রেলারের শুরু সাদাকালো ছবির দৃশ্যে জীবন-মৃত্যুর সমান্তরাল চলার বার্তা দিয়ে। সেই থেকে প্রবেশ বর্তমান প্রেক্ষাপটে। যেখানে পদে পদে উঠে এসেছে জীবন ও মৃত্যুর টানাপোড়েন। একজন মৃত্যুর সামনাসামনি হয়ে প্রত্যেকদিন। তার জীবনে সেই মৃত্যুকে ত্বরান্বিত করতে হাজির অপর একজন। আর এই সবের মাঝে নতুন করে বাঁচার আশা নিয়ে আসে অপর একজন। কে কাছের মানুষ, কাছের মানুষের থেকে কতটা চাওয়া যায়, কতটা তাকে দেওয়া যায়, সব ঘেঁটে যেতে পারে এক লহমায়। জীবন-মরণের হিসেব গুলিয়ে যেতে পারে।
ভানু বন্দ্যোপাধ্যায়ের ১০১তম জন্মবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধার্ঘ্য সায়ন্তন ঘোষালের-
ভানু বন্দ্যোপাধ্যায়কে ফের রুপোলি পর্দায় ফিরিয়ে আনছেন পরিচালক সায়ন্তন ঘোষাল (Sayantan Ghoshal)। বাংলা সিনেদুনিয়ার অন্যতম উজ্জ্বল নক্ষত্র ভানু বন্দ্যোপাধ্যায়। যুগের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলেছে। কিন্তু আপামর বাঙালির মনে ভানু বন্দ্যোপাধ্যায়ের নাম, তাঁর সৃষ্টি আজও উজ্জ্বল। তাঁর ১০১তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার্ঘ জানানো হবে একটি বিশেষ গল্পের মাধ্যমে। যেখানে তাঁর অভিনীত চিরস্মরণীয় দৃশ্যগুলি তো থাকবেই সেই সঙ্গে সমসাময়িক কিংবদন্তি অভিনেতাদের স্মৃতিও রঙিন হয়ে উঠবে বাঙালির হৃদয়ে। গল্পের নাম ‘যমালয়ে জীবন্ত ভানু’ (Jomaloye Jibonto Bhanu)।
বলিউডে ৩৪ বছর পূর্ণ সলমন খানের-
বলিউডে ৩৪ বছর (34 Years) পূর্ণ কাটিয়ে ফেলেছেন সলমন খান (Salman Khan)। আর সেই উপলক্ষ্যে নতুন ছবির ঘোষণা করলেন ভাইজান। ১৯৮৮ সালের ২৬ অগাস্ট বলিউডে পা রাখেন তিনি, ‘বিবি হো তো অ্যায়সি’ (Biwi Ho Toh Aisi) ছবির হাত ধরে। প্রথম ছবিতে ছোট চরিত্রের পর ১৯৮৯ সালের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ (Maine Pyaar Kiya) থেকে ধীরে ধীরে মানুষের মন জয় করতে শুরু করেন। এই ইন্ডাস্ট্রিতে তিন দশক কাটিয়ে এখন তাঁর ঝুলিতে অজস্র হিট, অগুন্তি মনে রেখে দেওয়ার মতো চরিত্র। আজ তাই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে #34YearsOfSalmanKhanEra। এদিন অনুরাগীদের এত ভালবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বিশেষ সুযোগে নিজের নতুন ছবির ঘোষণা করেন অভিনেতা। ছবির নাম, ‘কিসি কা ভাই… কিসি কি জান’। নতুন ছবির এক ঝলকের সঙ্গে তিনি লিখলেন, ‘৩৪ বছর আগেও ছিল “এখন”, এবং ৩৪ বছর পরেও “এখন”… আমার জীবনের সফর শুরু হয়েছিল যখন আমার কিছু ছিল না এবং দুটি শব্দে এসে পৌঁছেছে “এখন” এবং “এখানে”। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।’ ভিডিওয় তাঁর নতুন ছবির লুকও দেখালেন খানিক। লম্বা চুলে রোদচশমায় ভাইজান নজরকাড়া। শোনা যাচ্ছে তাঁর এই ছবিতে মিলবে অ্যাকশন, কমেডি, ড্রামা ও রোম্যান্স।
কার্তিক-কিয়ারার ‘সত্যপ্রেম কি কথা’র মুক্তির তারিখ ঘোষণা-
‘সত্যপ্রেম কি কথা’ ছবির মুক্তির দিন ঘোষণা। আসন্ন মিউজিক্যাল রোম্যান্টিক ছবি মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ২৯ জুন, ঘোষণা নির্মাতাদের। সোশ্যাল মিডিয়ায় এদিন প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসনের তরফে লেখা হয়, ‘মিউজিক্যাল লভস্টোরির জগতে প্রবেশ করুন, সত্যপ্রেম কি কথা আপনাদের কাছের প্রেক্ষাগৃহে ২৯ জুন ২০২৩-এ আসছে।’
যে ওটিটি শো-গুলির জন্য মুখিয়ে রয়েছেন দর্শকেরা-
সিনেমা হলে গিয়ে ছবি দেখার পাশাপাশি গত কিছু বছর ধরে দর্শকেরা ওটিটিতে (OTT) সিনেমা কিংবা ওয়েব সিরিজ (Web Series) দেখায় অভ্যস্ত হয়ে পড়েছেন। দর্শকও ভাগ হয়ে গিয়েছে ওটিটি আসার পর থেকে। এছাড়াও, সিনেমা হলে মুক্তির কিছুদিন পরই ছবিগুলি মুক্তি পাচ্ছে ওটিটিতে। এর ফলে ছবির ব্যবসাও আরও লাভজনক হয়েছে। বর্তমানে বেশ কিছু ওয়েব সিরিজ বা ওটিটি শো দর্শক মনে প্রভাব ফেলেছে, যার জন্য অপেক্ষা করে থাকেন তাঁরা। দেখে নেওয়া যাক, শীঘ্রই কোন কোন শো দেখতে পাবেন ওটিটিতে। মহারানি, ক্রিমিনাল জাস্টিস থ্রি, দিল্লি ক্রাইম টু, ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইফস সিজন টু, ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইফস সিজন টু, হাউজ অফ ড্রাগন।
বড়পর্দায় একসঙ্গে সোহম-পায়েল-আয়ুষী, প্রকাশ্যে ‘হার মানা হার’ ছবির ট্রেলার-
মুক্তি পেল সোহম চক্রবর্তী (Soham Chakraborty), আয়ুষী তালুকদার (Ayoshi Talukdar) ও পায়েল সরকার (Paayel Sarkar) অভিনীত ‘হার মানা হার’ ছবির ট্রেলার (‘Har Mana Har’ Trailer Out)। ছবির মুক্তি ১৬ সেপ্টেম্বর। মেয়ের জন্য মায়ের খোঁজে হন্যে বাবা। আর তাতেই বিপদের ঘনঘটা। গুলিয়ে যাচ্ছে? এমনই সম্পর্কের গল্প বলবে রাজা চন্দের আগামী ছবি ‘হার মানা হার’। মুখ্য ভূমিকায় সোহম চক্রবর্তী, আয়ুষী তালুকদার, পায়েল সরকার, সুদীপ্তা চক্রবর্তী ও শিশুশিল্পী সিলভিয়া দে। ঠিক ছকে বাঁধা প্রেম কাহিনি নয়, তবে ভালবাসায় মোড়া ছবিই তৈরি হয়েছে তা ট্রেলার থেকেই স্পষ্ট।