করোনা কাঁটা সরিয়ে ‘কেবিসি’-র শ্যুটিং ফ্লোরে ফিরলেন অমিতাভ

করোনা কাঁটা সরিয়ে ‘কেবিসি’-র শ্যুটিং ফ্লোরে ফিরলেন অমিতাভ

মুম্বই: করোনামুক্ত হয়ে কোন বনেগা ক্রোড়পতি ১৪ (Kaun Banega Crorepati 14)-র সেটে ফিরলেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন বলিউডের শাহেনশা। গৃহবন্দি ছিলেন তিনি। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসতেই ফের শ্যুটিং শুরু করলেন তিনি।

সূত্রের খবর, তাড়াতাড়ি কাজ শুরু করতে চেয়েছিলেন অমিতাভ। তিনি চাননি, তাঁর অসুস্থতার জন্য শো-এর কোনওরকম ক্ষতি হোক। আর তাই ৭ দিনের নিভৃতবাস কাটতেই ফের করোনা পরীক্ষা করেন তিনি। রিপোর্ট নেগেটিভ আসলেই যোগ দেন কাজে। তবে সমস্তরকমের সুরক্ষাবিধি বজায় রেখেছিলেন অমিতাভ। তিনি করোনামুক্ত হওয়ার পরে তাঁর বাড়ি ও গোটা চত্বর স্যানিটাইজেশন করানো হয়।

সোশ্যাল মিডিয়ায় নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন অমিতাভ নিজেই। সেই পোস্টে সকলেই তাঁৎ আরোগ্য কামনা করেছিলেন। তবে নিজের সুস্থ হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেননি অমিতাভ। তবে কাজে ফিরেছেন তিনি।

সামনেই মুক্তি পাচ্ছে ব্রহ্মাস্ত্র (Bramhastra)। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ই ছবি নিয়ে এমনিতেই দর্শকদের মধ্যে উত্তেজনা রয়েছেই। আর এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে।

(Source: abplive.com)