Amitabh Bachchan: KBC-কে বিদায় অমিতাভের! নতুন সঞ্চালকের দৌড়ে শাহরুখ-ঐশ্বর্য-ধোনি…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি অমিতাভ বচ্চনের একটি রহস্যময় পোস্ট ঘিরে আলোড়ন পড়ে যায়। তাঁর পোস্টে লেখা ছিল “যাওয়ার সময়”, যা দেখে অনেকে ধরে নেন যে তিনি হয়তো অবসর নেবেন। তাহলে বিদায় নেবেন ‘কৌন বনেগা ক্রোড়পতি (KBC) থেকেও । যদিও পরে তিনি স্পষ্ট করেন যে এই গুজব ভিত্তিহীন। তবে ইন্টারনেটে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে যে বিগ বি হয়তো শো থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করছেন। এরই মাঝে ভক্তরা বেছে নিয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতির পরবর্তী হোস্টকে। কে হতে পারেন…



)



