কলকাতা: বলিউড থেকে টলিউড। বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? একনজরে দেখে নেওয়া যাক সেরা খবরগুলি (Top Entertainment News Today)।
আজ বিপাশা বসুর জীবনের বিশেষ একটি দিন-
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, আজ সাধের অনুষ্ঠান আয়োজন হয়েছে বলিউড ডিভা বিপাশা বসুর জন্য। গত সপ্তাহেই অভিনেত্রীর মা মেয়েকে সাধ দেন। আর আজ পরিবার এবং ঘনিষ্ঠ ব্যক্তিদের পক্ষ থেকে সাধভক্ষণ করানো হবে বিপাশা বসুকে। জানা গিয়েছে, ছোট্ট সন্তান আসতে চলেছে অভিনেত্রী ও কর্ণর জীবনে। তাকে স্বাগত জানানোর সমস্ত রকম প্রচেষ্টা চালানো হয়েছে। সূত্রের খবর, করোনা ভাইরাসের প্রকোপ যাতে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছডিয়ে পড়তে না পারে, তার জন্য চলছে প্রস্তুতি। শোনা যাচ্ছে, বিপাশা বসুর সাধের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন জনা কুড়ি অতিথি অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিরাই থাকবেন সেখানে।
প্রেমিকের বিয়ের প্রস্তাবে রাজি আমির কন্যা, কবে বিয়ে করছেন ইরা ?
মূলত নুপুরের একটি সাইক্লিং ইভেন্টে যান আমির কন্যা ইরা। চারিপাশে তখন হইহই, লাল আলোর আভা। দর্শকের জায়াগায় দাঁড়িয়ে তখন জীবনের অন্যতম ক্ষণের অপেক্ষায় ইরা। আর এবার সকলের সামনে সোজা হাটুঁ মুড়ে বসে যান, তার প্রেমিক নুপুর শিখার। দেন বিয়ে করার প্রস্তাব। ততক্ষনে চারিপাশে খুশির রব উঠেছে। ব্যাস, আর একটুকুও দেরি করেননি প্রাণের মানুষের প্রস্তাবে। ব্লাস করে ততক্ষণে বলে ফেলেছেন আমির কন্যা, ‘হ্যাঁ।’ ভালবাসার রঙ ততক্ষণে লাল আলোকেও ছাপিয়েছে। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ইরা, ইন্সটাগ্রামে অভিনন্দনের বন্যা।
শেষ সময়ে অমিতাভ বচ্চনের কাছ থেকে বার্তা পেয়ে কী করেছিলেন রাজু শ্রীবাস্তব?
রাজু শ্রীবাস্তবের প্রয়াণের পর শোকাচ্ছ্বন্ন বিনোদন মহল। অনুরাগীদের কাছে তিনি যেমন প্রিয় ছিলেন, তেমনই ইন্ডাস্ট্রিতেও রাজুর প্রিয়জনের সংখ্যা অনেক। তাঁর প্রয়াণে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শোকবার্তা দিয়েছেন অনেক তারকা। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রাজু শ্রীবাস্তবের প্রয়াণের পর শোকবার্তা দেন। তিনি লেখেন, ‘আর একজন কলিগ, বন্ধু, শিল্পী আমাদের ছেড়ে চলে গেলেন। সময়ের আগেই অকালে চলে গেলেন নিজের শিল্প প্রদর্শন সম্পূর্ণ না করেই। ওর হিউমর, ব্যবহার, সময় জ্ঞান আমাদের সঙ্গে থেকে যাবে। একেবারে আলাদা, খোলা মনের মানুষ, বন্ধুত্বপূর্ণ ব্যবহার, হিউমরে ভরা কথাবার্তা, ওর হাসি এখন স্বর্গ থেকে দেখা যাবে। আর তা পাবেন ঈশ্বর।’ রাজু শ্রীবাস্তবের প্রয়াণে অমিতাভ বচ্চন যে কতটা শোকাহত, তা বোঝাই যাচ্ছে তাঁর বার্তা থেকে। তিনি আরও জানাচ্ছেন যে, রাজুর পরিবারের সদস্যদের কাছে তিনি কমেডিয়ানের জন্য ভয়েস মেসেজ পাঠাতেন। যাতে রাজুর চিকিৎসায় সুবিধা হয়।
শকুন্তলার চরিত্রে সামান্থা রুথ প্রভু, প্রকাশ্যে ছবি মুক্তির তারিখ-
গত কিছুদিন ধরেই অনুরাগীদের দাবি, সোশ্যাল মিডিয়ায় বিশেষ সক্রিয় নন সামান্থা। তবে এদিন অনুরাগীদের সারপ্রাইজ দিয়ে তাঁর সমস্ত সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে নিজের আগামী ছবির মুক্তির তারিখ ঘোষণা করেন অভিনেত্রী। ‘শকুন্তলম’ ছবির একটি পোস্টার শেয়ার করে লেখেন, ‘৪ নভেম্বর। আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ। আপনারাই চিরকাল আমার শক্তি।’
মা-বাবার বিচ্ছেদের কথা কীভাবে জানতে পারেন কাজল?
এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী কাজল বলেন, ‘আমার মায়ের সঙ্গে অসাধারণ সম্পর্ক ছিল। এর কারণ শুধুই তিনি আমার মা, এমনটা নয়। বরং, তিনি অসাধারণ একজন মানুষ তাই আমার সঙ্গে সম্পর্কটা এতটা সহজ ছিল। তিনি নিজের জীবনে যা কিছু করেছেন আমার সঙ্গে শেয়ার করেছেন। যত পরিস্থিতিতে পড়েছেন, তা জানিয়েছএন। যাতে আমি সেই সমস্ত পরিস্থিতিগুলিতে পড়লে সঠিকভাবে সামলাতে পারি। আর যখন আমার মা-বাবার বিচ্ছেদের প্রসঙ্গ আসে, তখনও ঠিক সেভাবেই আমাকে জানানো হয়েছে। কারণ, সেই সিদ্ধান্তটা মা এবং আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। মা আমার সামনে বসেন। আমাকে সমস্ত কিছু খুলে বলেন। আমার সঙ্গে আলোচনা করেন। আমাকে বোঝান কেন এই সিদ্ধান্ত নেওয়া। এরপর আমার নিজের বোঝার সময় দেন। আমার উত্তর পাওয়ার অপেক্ষায় থাকেন। দেখেন আমি কী সিদ্ধান্ত নিচ্ছি।’
বড়পর্দায় জোড়া ধামাকা, সোনাক্ষী-হুমার ‘ডবল এক্সএল’ ছবির মুক্তির তারিখ ঘোষণা-
অবশেষে অপেক্ষার দিন শেষ। টি-সিরিজ, ওয়াকাও ফিল্মস ও মুদাস্সর আজিজের ‘ডবল এক্সএল’-এর মুক্তির দিন ঘোষণা হয়ে গেল। সৎরাম রামানি পরিচালিত এই ছবি জীবনের গল্প বলবে। কমেডি-ড্রামা ঘরানার এই ছবি সমাজের চিরাচরিত ভাবধারাকে নস্যাৎ করবে। শরীরের ওজন নিয়ে সমাজে যে স্টিরিওটাইপ গঠিত হয়েছে তা ভাঙবে এই ছবি।
বিনোদন দুনিয়ায় বয়কট ট্রেন্ড! সেই গল্পই নিজের প্রথম ছবিতে ফুটিয়ে তুলবেন সব্যসাচী-
সহ পরিচালনার আসন ছেড়ে এবার সম্পূর্ণ ছবি পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সব্যসাচী হালদার (Sabyasachi Halder)। ছবির নাম ‘বয়কট’ (Boycott)। প্রকাশ্যে এল প্রথম পোস্টারও। এর আগে ধারাবাহিক ও ওয়েব সিরিজে সহ পরিচালনার দায়িত্ব সামলেছেন সব্যসাচী।
কত দামের ক্রিম কিনে আর কিনতে চান না তব্বু?
পঞ্চাশোর্ধ্ব বয়সেও একইরকম সৌন্দর্য ধরে রেখেছেন বলিউড অভিনেত্রী তব্বু। তাঁর এই সৌন্দর্যের রহস্য কী? এক সাক্ষাৎকারে তব্বু বলছেন, ‘আমার সৌন্দর্যের কোনও গোপনীয়তা নেই। একবার আমার মেকআপ আর্টিস্ট মিতালি আমায় জিজ্ঞাসা করেছিল যে, ম্যাম, আপনার ত্বক খুব সুন্দর লাগছে। আপনি কি কোনও ঘরোয়া পদ্ধতি মানেন? তাহলে সেটা কী? এরপর আমি একদিন ওকে বলি যে, আমি কফি আর তার সঙ্গে গাছের কিছু জিনিস মেশাই। ও আমাকে বলে, আপনি এটা করবেন না। এর বদলে আপনি এই ক্রিমটা ব্যবহার করতে পারেন। ও আমাকে ৫০ হাজার টাকা দামের একটা ক্রিমের কথা বলে। একবার কিনেছিলাম সেই ক্রিমটা। আর কখনও কিনতে চাই না।’
জ্যাকলিনের স্টাইলিস্টকে ৮ ঘণ্টা ধরে জেরা, সুকেশের থেকে ৩ কোটি টাকা নিয়েছিলেন?
সাম্প্রতিক পাওয়া তথ্য অনুযায়ী, জ্যাকলিন ফার্নান্ডেজের স্টাইলিস্ট লীপাক্ষী ইল্লাওয়াড়ি স্বীকার করে নিয়েছেন যে তিনি জ্যাকলিন ও সুকেশের সম্পর্কের ব্যাপারে জানতেন। এমনকী লীপাক্ষী নাকি এও জানিয়েছেন যে সুকেশ তাঁকে ৩ কোটি টাকা দিয়েছিলেন জ্যাকলিনের জন্য পোশাক ও উপহার কেনার জন্য। তাঁর দাবি, জ্যাকলিনের মন জয় করতে তাঁর পোশাকের ব্র্যান্ডের খোঁজ করতেই লীপাক্ষীর সঙ্গে যোগাযোগ করেন সুকেশ চন্দ্রশেখর।
মুক্তি পেল ‘ব্লকবাস্টার’, প্রেমিকের সঙ্গে সোনাক্ষীর অনস্ক্রিন কেমিস্ট্রি কতটা জমল?
এদিন নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে সোনাক্ষী সিনহার নতুন মিউজিক ভিডিও ‘ব্লকবাস্টার’ (Blockbaster)। এই মিউজিক ভিডিওতে তাঁকে জুটি বাঁধতে দেখা যাচ্ছে তাঁর প্রেমিক জাহির ইকবালের সঙ্গে। শুধু তাঁরা পর্দায় জুটিই বাঁধেননি। বরং, নজর কাড়ছেন প্রতি মুহূর্তে। সোনাক্ষী এবং জাহিরের অনস্ক্রিন কেমিস্ট্রি চোখে পড়ার মতো। মিউজিক ভিডিও দেখে তেমনটাই মন্তব্য নেটিজেনদের।