২০০ কোটি টাকা আর্থিক প্রতারণা মামলায় ফের নোরাকে জিজ্ঞাসাবাদ ইডির

২০০ কোটি টাকা আর্থিক প্রতারণা মামলায় ফের নোরাকে জিজ্ঞাসাবাদ ইডির

মুম্বই: ২০০ কোটি টাকা আর্থিক তছরূপের মামলা (200 Crore Extortion Case) চলছে। এই মামলায় নাম জড়িয়ে বলিউডের দুই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) এবং নোরা ফতেহির (Nora Fatehi)। সম্প্রতি কিছুদিন আগেই এই মামলায় জামিন পেয়েছেন জ্যাকলিন। তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি। একইরকমভাবে আর্থিক প্রতারণা মামলায় বিভিন্ন সময়ে ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় ডান্সিং ডিভা নোরাকে। ফের একবার ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হল অভিনেত্রীকে। আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য ইডির (ED) দফতরে হাজির হন নোরা।

Bollywood actor Nora Fatehi appears before ED in Delhi in connection with PMLA probe against conman Sukesh Chandrashekhar: Officials

— Press Trust of India (@PTI_News) December 2, 2022

News Reels

ইডির জিজ্ঞাসাবাদের মুখে নোরা ফতেহি-

আর্থিক প্রতারণা মামলায় চেন্নাই নিবাসী সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) বিরুদ্ধে মামলা করেছিলেন দিল্লির এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ ছিল, এক বছরে তাঁর থেকে ২০০ কোটি টাকা প্রতারণা করেছে সুকেশ চন্দ্রশেখর। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এদিন জিজ্ঞাসাবাদের জন্য ইডির দফতরে হাজির হন নোরা ফতেহি। সেখানে তাঁর বয়ান রেকর্ড করা হয়। এএনআইয়ের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। যেখানে দেখা যাচ্ছে, জিজ্ঞাসাবাদের শেষে ইডির দফতর থেকে বেরিয়ে আসছেন নোরা।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর এই মামলায় জামিন পান বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে পাতিয়ালা হাউজ কোর্ট। শুধু তাই নয়, জামিনের শর্ত অনুযায়ী, আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরেও যেতে পারবেন না জ্যাকলিন। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে ইডি।

(Feed Source: abplive.com)