মাত্র দশ মাস বয়সেই রেলে পাকা চাকরি! কিন্তু কেন?
রায়পুর: মাত্র দশ মাস বয়স। এই বয়সেই ভারতীয় রেলে পাকা চাকরি। এমনই ঘটনা ঘটল ছত্তীশগঢ়ে। কী কারণে চাকরি? এর পিছনে রয়েছে মর্মান্তিক একটি ঘটনা। দক্ষিণ-পূর্ব রেল (South Eastern Railway) সূত্রে জানা গিয়েছে, ওই একরত্তির বাবা-মা দুজনেই পয়লা জুন একটি দুর্ঘটনায় মারা গিয়েছেন। ওই শিশুর বাবা রাজেন্দ্র কুমার ভিলাইয়ে রেলওয়ে ইয়ার্ডে চাকরি করতেন। পয়লা জুনের একটি দুর্ঘটনায় তিনি এবং তাঁর স্ত্রী দুজনেরই মারা যান। কোনওভাবে বেঁচে যায় ওই শিশু। তারপরেই কমপ্যাসনেট গ্রাউন্ডে (Compassionate Ground) দশ মাসের এই শিশুকে চাকরি দিয়েছে…