Success Story: ঘর আলো করলেন নিলুফার, নেট পরীক্ষায় দেশে প্রথম, জয় হল মেয়ের জেদ!
এটি প্রমাণ করে দেয় মেধা, পরিশ্রম আর মানসিক জেদের সম্মিলনে সব বাধা পেরোনো যায়। তাঁর এই পথচলা আজ কাটোয়ার অসংখ্য তরুণ তরুণীর কাছে এক উদাহরণ।নিলুফা পূর্ব বর্ধমান: শিক্ষাক্ষেত্রে আবারও সাফল্য পূর্ব বর্ধমানের কাটোয়ার। সর্বভারতীয় স্তরে নজরকাড়া সাফল্য কাটোয়ার মেয়ের। গত দুবার আশানরূপ ফল না হওয়ার পর কঠোর অধ্যবসার জোরে এবার একেবারে প্রথম! সবাইকে টপকে ইউজিসি নেট জেআরএফ ২০২৫এ সেরার সেরা নিলুফা ইয়াসমিন। ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়ে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক ১। কাটোয়ার পালিটা রোড এলাকার বাসিন্দা নিলুফার এই সাফল্য…










