Humanity: বিনামূল্যে নকুলদানা থেকে ORS! জলসত্রকে মনে করানো চায়ের দোকানে মানবতার সহজপাঠ
Humanity:স্থানীয় এলাকায় জনপ্রিয় হয়ে ওঠার বেশ কিছু কারণও রয়েছে। পাঞ্জাবদা’ নিজেই জীবনযুদ্ধে লড়ছেন, তবুও এলাকার দরিদ্র, দুঃস্থ মানুষের কাছে তিনিই যেন একমাত্র ভরসা। পাঞ্জাব শেখ বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: বর্ধমানের এই চায়ের দোকানদারের চিন্তাভাবনা দেখলে কুর্নিশ জানাতে বাধ্য হবেন সকলেই। ইদানীং বহু চা বিক্রেতাকেই ভাইরাল হতে দেখা যায়। কিন্তু বর্ধমানের এই চা ওয়ালা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না হলেও স্থানীয় এলাকায় তিনি ব্যাপক জনপ্রিয়। পূর্ব বর্ধমানের এই চাওয়ালা একেবারে অতি সাধারণ একজন মানুষ। বর্ধমানের গুসকরা শহরে রয়েছে তাঁর চায়ের দোকান।…