রাজ্য সরকারি চাকরিতে দুর্নীতি নিয়ে বিস্ফোরক প্রশান্ত কিশোর! মাথায় হাত শাসকদলের?
কয়েকদিন আগেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছিল বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায়। এরপরই কড়া পদক্ষেপ গ্রহণ করে বিহার সরকার। বাতিল করা হয় সেই পরীক্ষা। এবার এই ইস্যুতে মুখ খুললেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। জনসুরজ যাত্রার আহ্বায়ক প্রশান্ত কিশোর বিপিএসসির পেপার ফাঁস নিয়ে বলেন, বিহারে পেপার ফাঁস হওয়াটা খবর নয়, পেপার ফাঁস ছাড়া পরীক্ষা অনুষ্ঠিত হওয়াটাই খবর। প্রশান্ত কিশোর বলেন, এটা নিত্যদিনের ঘটনা। গত ১০ বছরে, বিহারে ৬০টিরও বেশি পরীক্ষায় পেপার ফাঁস হয়েছে। তবে এর জন্যে সরকারের কেউ জবাবদিহি দিতে রাজি…