মা’কে কুপিয়ে খুন ছেলের, কারণ সামান্য টাকা! চা বাগানে চাঞ্চল্য
#জলপাইগুড়ি: টাকা নিয়ে বচসা, নিজের মা’কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল ছেলে। তার পর রাতভর মায়ের মৃতদেহ আগলে রাখে খুনে অভিযুক্ত ছেলেই। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সের বানারহাটের তেলিপাড়া চা বাগান এলাকায়। ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে, মৃত মহিলার নাম বাবলি ওঁরাও বয়স ৬২। তেলিপাড়া চা বাগানের কুমা লাইনের বাসিন্দা ছিলেন তিনি। ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে বানারহাট থানার পুলিশ। ধৃত যুবকের নাম উত্তম ওঁরাও। সোমবার সকাল পর্যন্ত ঘটনা কেউ জানতেন না। মৃত মহিলা বাবলি ওঁরাও প্রতিদিন মেয়ের বাড়িতে…