‘ISF-এর কাজ, মুর্শিদাবাদ থেকে লোক আনা হয়’, দত্তপুকুর বিস্ফোরণে দাবি মন্ত্রীর, পাল্টা নৌশাদ
দত্তপুকুর: আবারও বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে দত্তপুকুরে। গোটা ঘটনায় তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছেন স্থানীয়রা। সরাসরি রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এবং পুলিশের দিকে আঙুল তুলেছেন তাঁরা। সবাই সব জানতেন, টাকার বিনিময়ে নীরব দর্শক হয়ে বসেছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। কিন্তু যাবতীয় অভিযোগ খারিজ করে দিলেন রথীন। বরং ISF-কে কাঠগড়ায় তুললেন তিনি। (Duttapukur Incident) রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রথীন বলেন, “আমি যা শুনলাম, মুর্শিদাবাদে একজন রয়েছে চিনার শেঠ, রমজান আলি ওরফে কালো। উনি আসলে ISF নেতা।…