SET Exam: সেটের অ্যানসার কি চ্যালেঞ্জ জানিয়ে আবেদনের সুযোগ, সময়সীমা ১৩ জানুয়ারি
গত বছরের শেষেই সেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল রাজ্যজুড়ে। বছরের শুরুতেই এবার ২৫তম সেটের আনসার কি অর্থাৎ সঠিক উত্তরগুলির তালিকা প্রকাশ করল রাজ্য কলেজ সার্ভিস কমিশন। চলতি সপ্তাহে কলেজ সার্ভিস কমিশনের থেকে প্রকাশিত হয় এই উত্তরমালা। বিবৃতি অনুযায়ী, এই অ্যানসার কি’র বিষয়ে প্রার্থীদের কোনও রকম মতামত থাকলে তা অবশ্যই ইমেইল করে জানানো যাবে। তবে এই মতামত জানানোর শেষ দিন ১৩ জানুয়ারি। প্রতিবছরই বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে বিতর্ক বা দ্বন্দ্ব তৈরি হয় পরীক্ষার্থীদের মনে। সেই জন্যই এই ধরনের একটি পদক্ষেপ গ্রহণ…