জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ‘ডেপুটি এসপি’ চাইলেন বন্দুকের লাইসেন্স, জিতেন্দ্র-ধর্মেন্দ্র টক্করে পর পর যা বেরিয়ে এল জানলে চমকে উঠবেন
Kanpur News: ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরের। সেই সময়ে সেখানে জেলা ম্যাজিস্ট্রেটের জনতা দর্শন কর্মসূচি চলছিল যেখানে নাগরিক তাঁদের দাবি নিয়ে প্রশাসকের দরবারে উপস্থিত হতে পারেন। এখানেই জেলা ম্যাজিস্ট্রেট জিতেন্দ্র প্রতাপ সিং-এর কাছে হাজির হন এক যুবক। জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ‘ডেপুটি এসপি’ চাইলেন বন্দুকের লাইসেন্স Om Babu Mishra, Kanpur: আসল আর নকলে এখন তফাত করা দায়। ছদ্ম পরিচয় দিয়ে কত লোকে যে অন্যের সুবিধা নেয়, তার ইয়ত্তা নেই। বিশেষ করে পুলিশ সেজে প্রতারণার ঘটনা প্রায়ই উঠে আসে সংবাদমাধ্যমের শিরোনামে। এ সব…