চোরের উপর বাটপাড়ি! সাইবার প্রতারকের কাছ থেকেই ১০ হাজার টাকা হাতিয়ে নিলেন যুবক, তারপর যা হল…
দৈনিক ভাস্কর-এর প্রতিবেদন অনুযায়ী, উত্তর প্রদেশের কানপুরের বর্রা এলাকার বাসিন্দা ভূপেন্দ্র সিং। গত ৬ মার্চ তাঁর কাছে একটি ফোন কল আসে। নিজেকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তি বলেন, “আপনি ফোনে অশ্লীল ভিডিও দেখেন। এক মহিলা এফআইআর দায়ের করেছেন। কিছুক্ষণের মধ্যেই আপনার বাড়িতে পুলিশ যাচ্ছে।“ ৩২টি মর্ফ ভিডিও এবং ৪৮টি মর্ফ ছবিও ভূপেন্দ্রকে হোয়াটসঅ্যাপে পাঠান তিনি। ভূপেন্দ্র বুঝে যান, সিবিআই, পুলিশ কেউ নয়। আসলে জালিয়াত। তাঁর কাছ থেকে এবার টাকাপয়সা হাতানোর চেষ্টা করবে। সঙ্গে সঙ্গে নতুন গল্প ফাঁদেন ভূপেন্দ্র।…





