তখন সে ‘নাবালিকা’, ৫ বছর আগের ভয়ঙ্কর ‘অতীত’ স্ত্রীর…! গলগল করে বেরিয়ে এল স্বামীর কাছে…! তার পর?
Indore News: স্ত্রীর ভয়াবহ অতীতের কথা শুনে স্বামী স্তব্ধ হয়ে যান! স্ত্রীর অসহায় মুখ দেখে তাঁর চোখেও ক্রোধের আগুন জ্বলে ওঠে। আর দেরি নয়! পুলিশের কাছে ছুটলেন দু’জন। ঘরোয়া এক সন্ধ্যা। চায়ের কাপের ধোঁয়া উঠছে ধীরে ধীরে। হঠাৎই স্ত্রী মুখ খুললেন—গলা কেঁপে গেল তাঁর। চোখেমুখে আতঙ্কের ছায়া। বলে উঠলেন, ‘জানো…আমার সঙ্গে…’! স্বামী অবাক হয়ে শুনলেন স্ত্রীর সেই ভয়াবহ অতীতের কথা, যা এত বছর চাপা ছিল। তার পরে যা হল, শুনলে হতবাক হবেন। ৫ বছর পর গলগল করে বেরিয়ে এল…