John Abraham: নিজের প্রথম ছবির মহরতে গিয়ে প্রবেশের অনুমতিই পাননি জন! এ কোন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন
John Abraham: বাইকে পৌঁছেছিলেন অভিনেতা। সেই কারণে তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। আর সেই ছবিটির নাম ছিল ‘অ্যায়েতবার’। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন জন আব্রাহাম। সম্প্রতি নিজের প্রথম ছবির মহরতের একটি মজাদার স্মৃতি ভাগ করে নিলেন তিনি। আসলে বাইকে পৌঁছেছিলেন অভিনেতা। সেই কারণে তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। আর সেই ছবিটির নাম ছিল ‘অ্যায়েতবার’। ছবিটি পরিচালনা করেছেন বিক্রম ভাট এবং প্রযোজনা করেছেন রতন টাটা। আর এই ছবিতে অভিনয় করেছিলেন স্বয়ং বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন। সাম্প্রতিক…










