চিপকে দুই ‘কিংসের’ দ্বৈরথ, ধোনির চেন্নাই না ধওয়ানের পঞ্জাব, লড়াইয়ে এগিয়ে কোন দল
চেন্নাই: সুপার সানডেতে আইপিএলের প্রথম ম্যাচে দুই কিংসের টক্কর। একদিকে এম এস ধোনির চেন্নাই সুপার কিংস, অপরদিক শিখর ধওয়ানের পঞ্জাব কিংস। দুই দলকেই তাদের শেষ ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ অ্যাওয়ে ম্যাচ হেরে লিগ টেবিলের ‘সিংহাসন’ খোয়াতে এমএস ধোনিকে। বর্তমানে ৮ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে চতু্থ স্থানে সিএসকে। চিপকে আজ ঘরের মাঠে জয়ে ফিরতে বদ্ধপরিকর চেন্নাই। অপরদিকে, শেষ ম্যাচ লখনউয়ের বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হতে হয়েছিল পঞ্জাবকে। ৮ ম্যাচে ৪ জয় নিয়ে…