Minakshi Mukherjee: যেন ছোট্ট মীনাক্ষী! বক্তৃতায় সে কী তেজ! রাজনীতির সংজ্ঞা যেন বদলে গেল ইশিকার ভাষায়! কে এই মেয়ে জানেন? চমকে উঠবেন শুনে
Minakshi Mukherjee: মহিলা ব্রিগেডে নতুন চমক দেখা গেল এক অচেনা মুখ। ঠিক যেন মীনাক্ষী দাসপুর, মিজানুর রহমান: ছোট্টো ইশিকার কন্ঠে উঠে এল আন্দোলনের ভাষা। সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা শিক্ষক বাতিলের জেরে স্কুলে স্কুলে নিস্তব্ধতা। বহু স্কুলের মতো তার স্কুলেও শিক্ষক সংকট নিয়ে ইশিকার গলাতে ঝড়ে পরল ক্ষোভ। দাসপুরে চলছিল মহিলা ব্রিগেড। বামপন্থী সংগঠনের ডাকে সেই মহিলা ব্রিগেডে দেখা গেল এক নতুন মুখ। বামপন্থী সংগঠনের এখন অন্যতম মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়। এবার আলোচনায় উঠে এল পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কলড়া হাই স্কুলের…










