ভারতে থাকার ইচ্ছা নেই ISLজয়ী স্টুয়ার্টের! একান্তই থাকলে, খেলবেন মোহনবাগানেই
২ ম্যাচ বাকি থাকতেই এবারে আইএসএল চ্যাম্পিয়ন হয় মোহনবাগান সুপার জায়ান্ট। দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার থেকে ৮ পয়েন্টে এগিয়ে ছিল সবুজ মেরুন শিবির, অর্থাৎ প্রায় তিন ম্যাচে তাঁরা বেশি জিতেছে। এরকম পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে এবারে মোহনবাগানের শক্তি ঠিক কতটা। আর সেই শক্তি বৃদ্ধির কারণ দলের বিদেশি ফুটবলাররা। স্টুয়ার্ট এসেই বদলে দিয়েছে মোহনবাগানকে মনবীর সিং, লিস্টন কোলাসো, আশিস রাই, শুভাশিস বোসরা অনেকদিন ধরেই খেলছেন মোহনবাগানে। তবে এই মরশুমের শুরুতে সুপার জায়ান্ট ম্য়ানেজমেন্টদের কয়েকটা বুদ্ধিদিপ্ত চালই বাগানকে ভারতীয় ফুটবলে ধরা…