Viral News: অনলাইনে স্যান্ডউইচ আনিয়ে প্যাকেট খুলতেই গা গুলিয়ে উঠল ক্রেতার, পনিরের জায়গায় এ কী ভরা? কেলেঙ্কারি কাণ্ড
Viral News: অনলাইনে স্যান্ডউইচ অর্ডার করেছিলেন নয়ডার এক বাসিন্দা। ডেলিভারি পাওয়ার পর প্যাকেট খুলতেই যা দৃশ্য দেখলেন তা দেখলে গা গুলিয়ে উঠবে।সেই স্যান্ডউইচ নয়ডা: অনলাইনে স্যান্ডউইচ অর্ডার করেছিলেন নয়ডার এক বাসিন্দা। ডেলিভারি পাওয়ার পর প্যাকেট খুলতেই যা দৃশ্য দেখলেন তা দেখলে গা গুলিয়ে উঠবে। অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে দুটি স্যান্ডউইচ অর্ডার করেছিলেন তিনি। খুলতেই মিলল প্লাস্টিকের গ্লাভস! এরপর রেস্তোরাঁর স্বাস্থ্যবিধি নিয়ে উঠেছে প্রশ্ন। নয়ডার এক বাসিন্দা এক্স হ্যান্ডেলে গাফিলতির বিষয়ে শেয়ার করে একটি ছবি পোস্ট করেন। তাঁর দাবি, স্যান্ডউইচ…










