Business Idea: গাছের শেকড়, ধুন্দুল দিয়ে অর্গানিক স্ক্রাবার তৈরি করে ব্যবসার নতুন পথ দেখাচ্ছেন অনামিকা
Business Idea: শহরে অর্গানিক স্ক্রাবার তৈরি করে সবাইকে অবাক করে দিয়েছে। বহু মানুষ এই নতুন স্ক্রাবার কিনছেন! খুলছে ব্যবসার নতুন দিক অর্গানিক স্ক্রাবার শিলিগুড়ি: গাছের শেকড় ধুন্দুল দিয়ে অর্গানিক স্ক্রাবার তৈরি করে ব্যবসার নতুন পথ দেখাচ্ছেন শিলিগুড়ির অনামিকা ছেত্রী। ছোটবেলা থেকেই নিজের কিছু ব্যবসা করার ইচ্ছে ছিল তাঁর। কিন্তু সংসার সামলানোর দায়িত্ব সেটা করতে দেয়নি। কিন্তু মনে ইচ্ছে শক্তির জোরেই আজ অনামিকা শহরে অর্গানিক স্ক্রাবার তৈরি করে সবাইকে অবাক করে দিয়েছে। তার তৈরি অর্গানিক স্ক্রাবার শহরে তো বটেই শহরের…










