‘আমিও মা! এখনও যেন বিষয়টা ঠিক বুঝেই উঠতে পারি না’, মাতৃত্ব নিয়ে মুখ খুললেন ইয়ামি
গত ফেব্রুয়ারি মাসে পুত্র সন্তানের মা হন ইয়ামি গৌতম। পুরাণ মেনে ছেলের নাম রাখেন বেদাবিদ। দেখতে দেখতে ইয়ামি-আদিত্যর ছেলের বয়স এখন ৬মাস। মা হওয়ার পর ১৪ নভেম্বর, বৃহস্পতিবার প্রথম শিশুদিবস উদযাপন করছেন ইয়ামি। আর এই বিশেষ দিনে মাতৃত্ব নিয়ে নানান কথা শেয়ার করলেন ইয়ামি। HT City-কে ইয়ামি গৌতম বলেন, ‘আমার তো এখনও মাঝে মাঝে বিশ্বাস হয় না যে আমি মা হয়ে গিয়েছি! বিশেষত যখন কারও সঙ্গে কথা বলার সময় বেদাবিদকে যখন আমার পুত্র বলে সম্বোধন করতে হয়। সেই সময়েই…