যন্ত্রমেধার বাড়বাড়ন্তে চাকরি হারাবেন সাধারণ মানুষ? Global AI Summit-এ যা বললেন মোদি…
প্যারিস: রোজকার জীবনের অংশ হয়ে উঠছে Artificial Intelligence (যন্ত্রমেধা)। কিন্তু সবকিছুর ভাল দিক যেমন রয়েছে, রয়েছে মন্দ দিকও। তাই যন্ত্রমেধার বাড়-বাড়ন্তে চাকরিজীবী মানুষের উপর বেকারত্বের খাঁড়া নামতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। প্যারিসে আয়োজিত Global AI Summit-এ সেই নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (Narendra Modi) যন্ত্রমেধা নিয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উদ্দেশে প্যারিসে Global AI Summit-এর আয়োজন হয়েছিল। সেখানে বক্তৃতা করতে উঠে মোদি জানান, যন্ত্রমেধা রোজকার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। AI থেকে প্রাপ্ত সুফল সকলের সঙ্গে ভাগ করে…