ট্রাম্পের Truth Social-এ অ্যাকাউন্ট খুললেন মোদি, ‘শুল্কযুদ্ধে’র মধ্যেই বন্ধুত্বের বার্তা
নয়াদিল্লি: বাণিজ্য শুল্ক নিয়ে টানাপোড়েন চলছে দুই দেশের মধ্যে। সেই আবহেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। Truth Social-এ অ্যাকাউন্ট খুললেন মোদি। আর সেখানে প্রথমেই ট্রাম্পের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন তিনি। পৃথিবীর হাতেগোনা কিছু রাষ্ট্রনেতারই অ্যাকাউন্ট রয়েছে Truth Social-এ। সেখানে অ্যাকাউন্ট খুলে মোদি আসলে ট্রাম্পকে বন্ধুত্বের বার্তা দিলেন বলে মনে করছে কূটনৈতিক মহল। (Narendra Modi on Truth Social) সোমবার Truth Social-এ প্রথম পোস্টটি করেন মোদি। ২০১৯ সালে আমেরিকা সফরে…