মুক্তির আগেই দেবী চৌধুরানীর মুকুটে নতুন পালক! কোন সম্মান পেল শ্রাবন্তীর ছবি?
কথা ছিল মে মাসেই মুক্তি পাবে। কিন্তু সেটা হচ্ছে না। তবে এই বছরই যে এই ছবি মুক্তি পাবে সেটা ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র দিয়েছেন। এবার মুক্তির আগে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই ছবির মুকুটে জুড়ল কোন নতুন পালক? কী ঘটেছে? ভারতের সংস্কৃতি মন্ত্রকের তরফে ওয়েভস ২০২৫ এ ঘোষণা করা হল দেবী চৌধুরানী ছবিটির প্রথম সরকারি ভারত এবং ব্রিটেনের যৌথ প্রযোজনায় নির্মিত ফিচার ফিল্ম। এদিন এই ঐতিহাসিক মুহূর্তকে উদযাপন করতে আমন্ত্রণ জানানো হয় ছবির প্রযোজকদের। সেখানে আলোচনা চলে ছবিটি…




